তারপর কেটে গেছে চারটে বছর। ধীরে ধীরে হয়ত কিছুটা ফিকে হয়েছে সেই কালো দিনের দগদগে ঘাটা। তবু ভোলা যায় কী করে জওয়ানদের এই আত্মত্যাগ। সেদিনের মর্মান্তিক ঘটনা ভোলেননি হাওড়ার এই শিল্পী। যৌবনের টগবগ করে ফোটা রক্তে এখনও তাঁর ঘাম ঝরে। জঙ্গিদের সেই হামলা মানতে পারেন না। শিল্পের ছোঁয়াতেই তিনি মানুষের কাছে তুলে ধরতে চান এই কালো দিনকে। বার্তা দিতে চান শান্তির। হাওড়ার মাইক্রো আর্টিস্ট সুরজিৎ অধিকারীর ছোটবেলা থেকেই ক্ষুদ্র জিনিসের উপর আঁকিবুকি কাটা অভ্যাস। ধীরে ধীরে এই শিল্পেই তাঁর বেড়ে ওঠা।
advertisement
আরও পড়ুন: প্রেম দিবসে শিলিগুড়ির পার্কে পার্কে পুলিশে ছয়লাপ, ব্যাপারটা কী?
১৪ ফেব্রুয়ারি ব্ল্যাক ডে স্মরণ করে বীর ভারত মাতার সৈনিকদের সম্মান জানানোর জন্য পায়রার সাদা পালকের উপর শহিদ বেদী তৈরি করেছেন। সূক্ষ্ম হাতের কাজের উপর ফুটিয়ে তুলেছেন জওয়ানদের নিশান। সাদা পালকের ওপর তাঁর এই সৃষ্টির মধ্যে দিয়ে তিনি বিশ্বে এক শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি পেশায় একজন প্রিন্ট মেকার। বিশ্বভারতীর কলা ভবনের এমএফএ ফাইনাল ইয়ারের ছাত্র। পেন্সিলের গ্রাফাইটে সবথেকে ছোট ভাস্কর্য, চকের উপর ভাস্কর্য কিংবা পালকের উপর পেন্টিং করে তিনি পরিচিতি কুড়িয়েছেন।
পূর্ণেন্দু মণ্ডল