তাতে এলাকার মানুষ ভীষণ ভাবে আনন্দিত, একদিকে যেমন হাজারো মানুষকে কষ্ট করে পারাপার করতে হচ্ছিল সেই সঙ্গে সাঁকোয় পারাপার অনেকটাই কম সময়ের। সোমবার থেকে আবারও চালু হল বাঁশের সাঁকো। আমতা-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেলুয়ার হোসেন মিদ্দ্যা জানান, প্রায় ছ'লক্ষ টাকা ব্যয়ে নতুন সাঁকোটি তৈরি করা হয়েছে। এর ফলে উপকৃত হবেন দ্বীপাঞ্চলের কয়েক হাজার মানুষ।
advertisement
আরও পড়ুনঃ কালীপুজো মানেই পাঁচলা জয়নগর মিলন সংঘের মন মাতানো থিম!
যদিও, দ্বীপাঞ্চলের মানুষের ব্রিজের দাবি দীর্ঘদিনের। কিছুদিন আগেই প্রস্তাবিত কুলিয়া ব্রিজের এলাকা পরিদর্শন করেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়, স্থানীয় বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা। স্থানীয় মানুষের দীর্ঘদিনের আশা, র্দীর্ঘদিনের জমিজট কাটিয়ে হয়ত খুব শীঘ্রই চালু হবে কুলিয়ায় ব্রিজ তৈরির কাজ। হাজারো মানুষ অপেক্ষায় রয়েছেন কবে তাদের দীর্ঘদিনের সমস্যা দূর হবে।
Rakesh Maity