TRENDING:

Howrah News: ব্যারিকেডে ঘেরা ‌যাত্রী প্রতীক্ষালয়! কী লাভ ‌যদি ব্যবহারই না করা ‌যায়!

Last Updated:

প্রতীক্ষালয়ের সামনে ব্যারিকেড। গত কয়েক বছর ধরে প্রতীক্ষালয়ের সামনে ব্যারিকেড, উদাসীন প্রশাসন। ঝাঁ চকচকে প্রতীক্ষালয় নির্মিত হলেও নির্মাণের পর থেকেই যাত্রীরা ব্যবহার থেকে বঞ্চিত রয়ে গেছে আজও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : প্রতীক্ষালয়ের সামনে ব্যারিকেড। গত কয়েক বছর ধরে প্রতীক্ষালয়ের সামনে ব্যারিকেড, উদাসীন প্রশাসন। ঝাঁ চকচকে প্রতীক্ষালয় নির্মিত হলেও নির্মাণের পর থেকেই যাত্রীরা ব্যবহার থেকে বঞ্চিত রয়ে গেছে আজও। জানা যায় ২০১৬ সাল নাগাদ হাওড়া আমতা রোডের চন্দ্রপুরছোটপোল সংলগ্ন বাস স্টপেজে আমতা যেতে বাম দিকের লম্বা যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ শুরু হতে এলাকার মানুষ দারুণভাবে খুশি হয়। তবে সেই খুশি ক্ষণস্থায়ী ছিল, কারণ যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ সম্পূর্ণ হবার কয়েক বছর কেটে যাবার পরেও সেই প্রতীক্ষালয় ব্যবহার করতে পারেনি যাত্রীরা।
advertisement

আমতা-১ চন্দ্রপুর ছোটপোল সংলগ্ন বাস স্টপেজে দুই দিকে দুইটি এ যাত্রী প্রতীক্ষালয় আমটা যেতে বাম দিকে লম্বা যাত্রী প্রতীক্ষালয়টি, যাত্রীদের ব্যবহারে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি ব্যারিকেড, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতীক্ষালয় নির্মাণ হলেও আজও অবহেলিত হয়েই পড়ে রয়েছে। তার ফলেই উঠছে এ প্রশ্ন! মানুষের স্বার্থে লক্ষ লক্ষ টাকা ব্যয় নির্মাণ হওয়া যাত্রী প্রতীক্ষায় কেন মানুষ আজও যাত্রীরা ব্যবহার থেকে বঞ্চিত।

advertisement

আরও পড়ুনঃ বিপজ্জনক জাতীয় সড়ক! রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা! নীরব কর্তৃপক্ষ

এই প্রসঙ্গে আমতা -১ পঞ্চায়েত সমিতির পুর্তের কর্মাধ্যক্ষ তপন চক্রবর্তী এ প্রসঙ্গে বলেন, বিধায়কের খামখেয়ালিতে, যা পরিকল্পনাবিহীন ভাবে করা হয়েছে বলেই তিনি জানান। এলাকার মানুষ চাইছেন দ্রুত ওই ব্যারেকেড সড়িয়ে সাধারণ মানুষ অর্থাৎ যাত্রীদের ব্যবহারের উদ্দেশ্যে খুলে দেয়া হোক ওই প্রতীক্ষালায়। সাধারণ মানুষেরও মনে প্রশ্ন লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্মিত হওয়া প্রতীক্ষালয় মানুষের দ্বারা না ব্যবহার হয়েই নষ্ট হয়ে পড়ছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ব্যারিকেডে ঘেরা ‌যাত্রী প্রতীক্ষালয়! কী লাভ ‌যদি ব্যবহারই না করা ‌যায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল