মাত্র ৩ বছর বয়স থেকেই সাধারণ জ্ঞানের শিক্ষা শুরু মায়ের কাছে৷ মায়ের কাছ থেকে খুব সহজেই যে কোনও জিনিস পড়ার ছলে রপ্ত করে নেওয়ার অভ্যাস আলাপনের। অল্প দিনের পাঠ অভ্যাসেই তার মগজে গেঁথে নেওয়ার অস্বাভাবিক ক্ষমতা আছে। শুধু যে লেখাপড়া বা সাধারণজ্ঞান চর্চা, তা কিন্তু নয়, এর পাশাপাশি খেলাধুলার প্রতিও দারুণ মনোযোগ আলাপনের।
advertisement
নিয়মিত ফুটবল খেলার অভ্যাসও রয়েছে, সেই সঙ্গে ছবি আঁকাতেও আগ্রহ বেশ। মা মন্দিরা দেবী জানান, ‘‘ছোটবেলায় দেখতাম লেখাপড়া বাদেও খুব সাধারণ বিষয়গুলো বেশ মনে রাখত, তখন থেকেই বুঝতে পারলাম যে, ছেলের স্মৃতিশক্তি বেশ ভাল, তখন থেকেই একটু একটু করে এই সমস্ত চর্চা শুরু।’’ আলাপন মাজী, তার এই ক্ষমতার সুবাদে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। ছেলের এই কর্মকাণ্ডে খুশি বাবা-মা ,পরিবার ও পাড়া- প্রতিবেশীরা।
advertisement
Location :
First Published :
November 08, 2022 10:45 AM IST