এবারের লক্ষ্মী পুজোয় বাগনানে সন্দেশের লক্ষ্মী প্রতিমা যা জেলায় দারুণ ভাবে সাড়া ফেলে। তারপর জেলায় খুদের হাতে এই চাল গুঁড়োর কালী মূর্তি তৈরি রীতিমতো হৈ হৈ কান্ড। বাগনান চন্দ্রপুর তাঁতী পাড়ার দ্বাদশ শ্রেণীর ছাত্র অর্ঘ্য বিশ্বাস। এই চাল গুঁড়োর কালী বিগ্রহটি তৈরি করেছেন।
আরও পড়ুন: কুমড়ো ফুলের বড়া খেয়েছেন? বাড়িতেই সহজে বানান এই সুস্বাদু ভাইরাল খাবার
advertisement
যে বিষয়টি সব থেকে অবাক করার মতো তা হল, আতপ চাল নিজে হাতে সিলে বেটে গুঁড়ো করছে অর্ঘ্য। সেই চালের গুঁড়োর সঙ্গে সরু লোহার তার ব্যবহার করে সম্পূর্ণ মূর্তিটি তৈরি হয়েছে। ৪০০ টাকা খরচ এবং প্রায় তিন দিনের চেষ্টায় এই মূর্তি তৈরি। ধৈর্য এবং সৃজনশীলতা না থাকলে এটা যে সম্ভব নয় তা প্রায় সকলেই নিশ্চিত।
এই মূর্তি লম্বায় প্রায় ১২ ইঞ্চি। সাদা চাল গুঁড়োর মূর্তির উপর নানা রঙে ফুটে উঠেছে মা কালী। মোটেও বোঝার উপায় নেই এটি চাল গুঁড়োর তৈরি। স্কুল পড়ুয়া অর্ঘ্যে’ র এমন কৃতিত্বে খুশি পাড়া-প্রতিবেশী তার পরিবার থেকে আত্মীয়-স্বজন। দ্বাদশ শ্রেণীর ছাত্র অর্ঘ্যর এই কর্মকাণ্ডে উৎসাহ জাগিয়েছে বাবা মা ও দিদি।
এ প্রসঙ্গে শিল্পী অর্ঘ্য বিশ্বাস জানায়, কালী পুজোয় বাড়িতে চাল গুড়োর প্রদীপ তৈরি করেন ঠাকুমা। ঠাকুমার প্রদীপ তৈরি দেখেই তার মনে উৎসাহ জাগে।রাকেশ মাইতি