World Cup Replica: হাওড়াতেই রয়েছে ক্রিকেটের 'বিশ্বকাপ'! দেখতে ভিড় সমর্থকদের! আপনিও দেখুন
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
মিষ্টির দোকানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ! হুবহু এক দেখতে এই ক্ষীরের তৈরি ট্রফি। বিশ্বকাপ একবার চোখে দেখতে ভিড় মানুষের।
হাওড়া: মিষ্টির দোকানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ! ২০২৩ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ভারতবাসীর কাছে এক অন্য স্বাদের। ক্রিকেটে ১৯৮৩ , ২০১১ ওয়ার্ল্ড কাপ জয়ের পর এবার কি তাহলে তৃতীয় ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে? ভারতীয় ক্রিকেট দল ফাইনালের যোগ্যতা অর্জন করতে সারা দেশ জুড়ে শুরু হয়েছে খুশির উৎসব। ক্রিকেট প্রেমীরা এই খুশির উৎসবে মেতে উঠতে হিড়িক লেগেছে ভারতীয় ক্রিকেট দলের জার্সি কেনার।
হাওড়া জেলা জুড়ে ক্রিকেট প্রেমীদের এই উন্মাদানাকে আরও বাড়িয়ে দিয়েছে জেলার একটি মিষ্টির দোকান। ক্ষীরের সুদৃশ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রেপ্লিকা তৈরি করে চমক দিল উলুবেড়িয়ার কুলগাছিয়ার একটি মিষ্টির দোকান। কুলগাছিয়া স্টেশনের কাছে মিষ্টির দোকান রয়েছে অসিত বেজ ও অশোক বেজের। দোকানের ব্যস্ততার ফাঁকে নিয়মিত ফোনেই ক্রিকেট বিশ্বকাপ দেখেন অশোক বাবু ও তাঁদের দোকানের কর্মচারীরা।
advertisement
advertisement
ভারতীয় ক্রিকেট দল ফাইনালে উঠতেই কাপ জেতার আশায় বিশ্বকাপের রেপ্লিকা তৈরি করে ফেলেছেন অশোক বেজ। অশোক বাবু জানিয়েছেন, মূলত ক্ষীর দিয়ে এটি তৈরি করা হয়েছে। ক্ষীর দিয়ে তৈরি প্রায় দেড় ফুট উচ্চতাবিশিষ্ট রেপ্লিকা বানিয়েছেন তিনি। রবিবার ফাইনাল তার আগেই সেমিফাইনাল শেষ হতেই ক্ষীরের এই কাপ তৈরি। রাস্তার ধারে দোকানের সামনে সাজানো রয়েছে সুদৃশ্য ট্রফি।
advertisement
আর এই ঘটনার রীতিমতো জেলা জুড়ে সাড়া ফেলেছে। আর তা দেখতেই ভিড় করছেন সকলে। তবে এই কাপ কাউকে বিক্রি করবেন না, আগেভাগেই জানিয়ে দিয়েছেন অশোক বাবু। অশোক বাবুর আশা, অষ্ট্রেলিয়াকে হারিয়ে তিনের প্রতিশোধ তেইশে নিক ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া কে হারিয়ে ওয়ার্ল্ডকাপ জয় করলে তারপরই নিজের তৈরি ওয়ার্ল্ড কাপ নিয়ে আনন্দে মেতে উঠবেন তিনি ও তাঁর সহযোগীরা।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2023 4:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
World Cup Replica: হাওড়াতেই রয়েছে ক্রিকেটের 'বিশ্বকাপ'! দেখতে ভিড় সমর্থকদের! আপনিও দেখুন