TRENDING:

Hooghly News: রং-তুলিতে ২৫০ বছরের প্রাচীন ভগ্নপ্রায় ঐতিহাসিক নিদর্শনকে ধরে রাখছেন তরুণ চিত্রশিল্পী

Last Updated:

Hooghly News: আগামী প্রজন্মের কাছে ইতিহাসকে বাঁচিয়ে রাখতে রং তুলির মাধ্যমে উদ্যোগ নিলেন গোঘাটের তরুণ চিত্রশিল্পী অভিষেক পোড়েল। ভগ্নপ্রায় ঐতিহাসিক স্থাপত্যের সামনে দাঁড়িয়েই তাকে জীবন্ত করে তুলছেন ক্যানভাসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুভজি‍ত ঘোষ, গোঘাট,হুগলি: আগামী প্রজন্মের কাছে ইতিহাসকে বাঁচিয়ে রাখতে রং তুলির মাধ্যমে উদ্যোগ নিলেন গোঘাটের তরুণ চিত্রশিল্পী অভিষেক পোড়েল। ভগ্নপ্রায় ঐতিহাসিক স্থাপত্যের সামনে দাঁড়িয়েই তাকে জীবন্ত করে তুলছেন ক্যানভাসে। এমনই ছবি দেখা গেল গোঘাটের সানবাঁদি এলাকায়। উল্লেখ্য, এখানেই রয়েছে প্রায় আড়াইশো বছরের বেশি পুরনো স্থাপত্য কীর্তি দুটি বিশাল তোরণ। এলাকার মানুষের কাছে যা ‘হাতি গলা ফটক’ নামে পরিচিত।
advertisement

একসময় ওই ফটকের দুটি তোরণে কালো পাথরের ফলকে শিলালিপি ছিল। সেগুলি পার্সি ভাষায় লেখা। তার একটি উদ্ধার করে স্থানীয় ধর্মীয় স্থানে রাখা রয়েছে। বাকিগুলির কোন খোঁজ নেই। তোরণ দুটিও ধীরে ধীরে ধ্বংস হতে বসেছে। এলাকার মানুষ প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে ওই তোরণ দুটিকে সংরক্ষণের দাবী জানিয়েছেন। কিন্তু বাম থেকে তৃণমূল কোন শাসকেরই এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন আগ্রহ নেই। অথচ এই তোরণ দুটির ঐতিহাসিক গুরুত্ব অসীম।

advertisement

কথিত আছে, একসময় ওড়িশা সুবেদার ছিলেন বাংলার নবাব মুর্শিদকুলি খাঁর জামাতা সুজাউদ্দিন খান। তৎকালীন সময়ে ওড়িশা থেকে এই গোঘাটের উপর দিয়েই হাতি ও ঘোড়ায় মুর্শিদাবাদে যাতায়াত ছিল। অপুত্রক মুর্শিদকুলি খাঁয়ের পর সুজাউদ্দিন বাংলার নবাব হয়েছিলেন। আর সেই খুশিতেই তিনি নাকি এই তোরণ দুটি তৈরি করেছিলেন। অথচ সেই ঐতিহাসিক স্থাপত্যই এখন একেবারে ধ্বংসের পথে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

আর তাই সেই ইতিহাস যাতে আগামী প্রজন্মের কাছে হারিয়ে না যায় তাই নিজেই রং তুলি নিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলছেন কলকাতার ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্র অভিষেক।

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রং-তুলিতে ২৫০ বছরের প্রাচীন ভগ্নপ্রায় ঐতিহাসিক নিদর্শনকে ধরে রাখছেন তরুণ চিত্রশিল্পী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল