ফেসবুকে পোস্ট করে মাহমুদুল করিম জানিয়েছেন, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদ থেকে তিনি পদত্যাগ করলেন। তাঁর দাবি, এদিন থেকে দলের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক থাকবে না। স্বাভাবিকভাবেই তাঁর এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহার নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, জেলায় জেলায় পৌঁছল বার্তা
advertisement
এই বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সুশান্ত বেড়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসবে তা আগেই জানিয়েছিলাম। যতদূর জানি আগামিদিনে আরও হেভিওয়েট তৃণমূল নেতা পদত্যাগ করবেন।’’
আরও পড়ুন: ৪ লাখ টাকায় ঝাড়ুদারের চাকরি, ৬ লাখেই ইঞ্জিনিয়ার! এবার ‘ফাঁস’ পুর নিয়োগের রেট-চার্ট
কয়েকদিন আগেই নবজোয়ার কর্মসূচিতে খানাকুলে এসেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও সবচেয়ে গুরুত্ব পেয়েছিলেন মাহমুদুল করিমের দাদা মুন্সি নজবুল করিম। তারপরেও হঠাৎ কেন এই সিদ্ধান্ত তা নিয়ে বিস্মিত রাজনৈতিক মহল।
Suvojit Ghosh