আরও পড়ুন: যোগ-বিয়োগে আর ভয় নেই, বাচ্চারা এবার নিমেষে শিখবে অঙ্ক
হুগলির গোঘাটের ভিকদাস এলাকায় একটি বেকারি আছে। বাসিন্দাদের অভিযোগ, ওই বেকারির দুর্গন্ধে তাঁরা অতিষ্ঠ হয়ে পড়ছেন। সুস্থ জীবন যাপন করা সম্ভব হচ্ছে না। বাধ্য এই কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে তাঁরা। এর আগে বিষয়টি নিয়ে গ্রামের মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। কিন্তু প্রশাসন সেই অভিযোগে কান দেয়নি বলে এলাকাবাসীর দাবি। আর তাই মঙ্গলবার স্থানীয়রা মাইকিং করে বিক্ষোভ দেখান। দ্রুত এই দুর্গন্ধের সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা।
advertisement
এদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি, গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তাঁরা জানান এই কারখানা থেকে অর্গানিক প্রোডাক্ট তৈরি হয়। তাই দুর্গন্ধের কোনও ব্যাপারই নেই। তাছাড়া প্রশাসনের অনুমতি নিয়েই এই কারখানা খোলা হয়েছে বলে মালিক জানিয়েছেন।
শুভজিৎ ঘোষ