এই পুজোর বয়স ১০৭ বছর । জেলার অন্যতম জনপ্রিয় একটি বারোয়ারি পুজো হল বলাকা মাঠের পুজো। এই বছরে তাদের থিম স্বর্গকে মর্তে আগমন ঘটানো। সর্গ সুখ জীবিত অবস্থায় কেউ দেখেনি। তবে সেই সুখ অনুভব করা যায় বাস্তব জীবনে। বন্ধুত্বের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এইসবের মধ্যেই লুকিয়ে রয়েছে স্বর্গের সুখ। এবং তাই নিয়ে এই বছরের বলাকা বারোয়ারি পূজোর উপস্থাপনা স্বর্গ তব বোধে।
advertisement
আরও পড়ুনঃ জমি মাফিয়াদের তাণ্ডবে কাটা পড়ছে একের পর এক বড় গাছ!
পুজোর থিমের বিষয়ে এই সিমের শিল্পী দেবাশীষ গুছাইত জানান, মানুষজন যেভাবে স্বর্গকে নিয়ে কল্পনা করে তা পুরোটাই পৃথিবীর থেকে অন্যরকম। কিন্তু পৃথিবীর মধ্যেই যে স্বর্গ লুকিয়ে রয়েছে তাকে ফুটিয়ে তোলাই এই থিমের মূল উদ্দেশ্য।
উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব বলেন, হুগলি জেলার অন্যতম শ্রেষ্ঠ পূজা উত্তরপাড়ার বলাকা মাঠের দুর্গাপুজো। প্রতিবছর অভিনব থিম এর মধ্যে দিয়ে যেভাবে পূজা কমিটির সমস্ত সদস্যরা মানুষের সামনে এক নতুন চিন্তা ভাবনা তুলে ধরছেন সেই বিষয়কে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।
রাহী হালদার





