স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল ৯ টা নাগাদ ভদ্রেশ্বরের ভ্রমণ দিঘি এলাকায় ডিভিসির ক্যানেল পরিষ্কার করছিলেন পাঁচ ঠিকাকর্মী। সেই সময় তাঁরা হঠাৎ ক্যানেল থেকে ফুট দুই দূরে কাপড়ে মোড়া কিছু পড়ে থাকতে দেখেন। সেটা হাত দিয়ে সরাতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই দুই ঠিকাকর্মী আহত হন। বিস্ফোরণের শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। তাঁরাই আহত ঠিকাকর্মীদের হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: জয় প্রায় নিশ্চিত, তবু বড় আশঙ্কায় ‘দুর্গে’ ডাক কংগ্রেস MLA-দের! কর্ণাটকে কে হবেন মুখ্যমন্ত্রী?
এলাকার মানুষের অনুমান বোমা জাতীয় কিছু মজুত করে রাখা ছিল। ঠিকাকর্মীরা জঞ্জাল পোড়াতে যেতেই আগুনের সংযোগে এসে তা ফেটে যায়। স্থানীয় বাসিন্দা কাজলরানি ঘোষ, সাবিত্রী প্রধানরা বলেন, সকালে উঠে চা করছিলাম। দেখি ঠিকাকর্মীরা ক্যানেলের ধারে কাজ করছিলেন। মশার উপদ্রব কমাতে ওরা জঞ্জালে আগুন লাগায়। তারপরই বোমা ফাটার মত বিকট শব্দ শুনতে পাওয়া যায়। শব্দের তীব্রতা এতটাই ছিল যে হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়। নড়ে ওঠে ঘরের পাখা। এলাকাবাসীর আশঙ্কা, বহিরাগত দুষ্কৃতীরা ওখানে বোমা মজুত করে রেখেছিল। তা থেকেই এই বিপত্তি ঘটেছে।
বিস্ফোরণের খবর শুনে ছুটে আসে ভদ্রেশ্বর থানার পুলিশ। ভদ্রেশ্বর থানার আইসি কৌশিক ব্যানার্জি জানান, কোনও দাহ্য বস্তু মজুত করা ছিল। আগুন ধরাতেই তা বিস্ফোরণের মতো শব্দ করে ফেটে যায়। ঘটনাস্থল থেকে বারুদ বা বোমের কোনও অংশ পাওয়া যায়নি বলে জানান তিনি। তবে পুলিশ গোটা বিষয়টা তদন্ত করে দেখছে।
রাহী হালদার