স্থানীয় এক ব্যক্তি জানান, দীর্ঘ চার-পাঁচ বছর ধরে একই অবস্থাতেই পড়ে আছে রাস্তা। মাঝে মাঝে ইট এবং মোরাম ফেললেও কাজের কাজ কিছু হয় না। এই রাস্তার উপর দিয়ে হাঁটতে গেলেও বিপদ ঘটে বলে তাঁদের অভিযোগ।
আরও পড়ুন: আশি মন ধান বহনকারী নৌকা ঢুকত খালে! সেখানকার জেলেরা এবার পাচ্ছে স্বীকৃতি
advertisement
এই বিষয়ে এক লরি চালক বলেন, বর্ষাকালে এই রাস্তা দিয়ে গাড়ি চালানো কোনমতেই সম্ভব নয়। যে কোনও সময় বিপদ ঘটতে পারে। এক টোটো চালকের দাবি, রাস্তার অবস্থা খুব খারাপ বলে ঠিক করে রোজগার হচ্ছে না। তাঁর অভিযোগ, খারাপ রাস্তার ভয়ে যাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছে। এই পরিস্থিতিতে এলাকার মানুষের একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করুক প্রশাসন।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 9:42 PM IST