আরও পড়ুন: চিরতরে বন্ধ হয়ে গেল হিন্দমোটর হাইস্কুল! HS-এ ষষ্ঠ স্থান অধিকার করেও হল না শেষরক্ষা
স্থানীয়রা জানান, আরামবাগের দিকে চার চাকা গাড়িটি দ্রুত গতিতে যাচ্ছিল। ঠিক উল্টো দিক থেকে একটি টোটো আসছিল। সেই সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন, টোটো চালক রাজ্য সড়কে আহত অবস্থায় পড়ে রয়েছেন। এলাকার মানুষজন তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশকে।
advertisement
পরিবার সূত্রে জানা যায় প্রতি দিনের মতো কাননবাবু টোটো নিয়ে বেরিয়েছিলেন যাত্রী নিয়ে যাওয়ার জন্য। কিন্তু খবর আসে পথ দুর্ঘটনা হয়েছে। বাড়ি থেকে সকলে মিলে হাসপাতালে গেলেও ততক্ষণে চিকিৎসকেরা তাবঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যানজট সৃষ্টি হলেও পুলিশ তা নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে চার চাকার গাড়িটিকে আটক করা হয়েছে। এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
Suvojit Ghosh