অভিযোগ, গ্রামে গিয়ে বিজেপি কর্মীদের শাসানি ও হুমকি দিচ্ছিলেন তৃণমূল নেতারা। অভিযোগ, বেছে বেছে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল। আর এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী প্রদীপ রায় নেতৃত্ব দিচ্ছিলেন বলে অভিযোগ। শেষমেশ পাল্টা প্রতিরোধে তিনিই আক্রান্ত হন বলে জানা যায়। বিজেপির লোকজন পালটা আক্রমন করায় তার মাথা ফেটে যায়। এরপরই গ্রামে উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের লোকজনদের গ্রামে ঘেরাও করে রাখা হয় বলেও অভিযোগ। সেই খবর পেয়ে পুলিশ গিয়ে আক্রান্ত তৃণমূল নেতা প্রদীপ রায় সহ অন্যান্য কর্মীদের উদ্ধার করে আনে।
advertisement
আরও পড়ুনঃ Yashasvi Jaiswal: অভিষেকে শতরান সহ ৫ বিশাল রেকর্ড, ইতিহাসের পাতায় যশস্বী জয়সওয়াল
প্রসঙ্গত, এলাকায় তৃণমূলের প্রদীপ রায় পঞ্চায়েত সমিতিতে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছেন। কিন্তু সেটা এই এলাকার লোকজন ও বিজেপি কর্মীরা মানতে নারাজ। তাদের অভিযোগ, প্রদীপ রায় হেরে গিয়েছিল। অভিযোগ গণনা কেন্দ্রে অত্যন্ত কৌশল ও কারচুপি করে দাপুটে তৃণমূল নেতা প্রদীপ রায় জিতেছেন। ফের ভোটের দাবিতে গ্রাে প্রচার শুরু করে বিজেপি। এরপরেই বিজেপি এই প্রচার বন্ধ করতে প্রদীপ রায় নিজের লোকজন নিয়ে গ্রামে হুমকি দিতে গিয়ে আক্রান্ত হন বলে জানা যায়। ঘটনায় পুলিশ বিজেপির মন্ডল সভাপতি পঙ্কজ রায় সহ বিজেপি কর্মী সন্তু মালিককে গ্রেফতার করেছে।
Suvojit Ghosh