আরও পড়ুন: রেলের সাফাই কর্মীদের পাশে মহিলা সমিতি
প্রতিবছর ২১ জুলাই শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। এবারেও তার অন্যথা হয়নি। রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে হাজার হাজার কর্মী সমর্থকরা এই উপলক্ষে কলকাতায় হাজির হন। পাল্টা এই দিনে রাজ্যের গণতন্ত্র বিপর্যয় এই অভিযোগ তুলে প্রতিটি বিডিও অফিস অভিযানের ডাক দেয় প্রধান বিরোধীদল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে বিডিওদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এই কর্মসূচি ন্যায় তারা। হুগলি জেলাতেও এই কর্মসূচি পালন করছে বিজেপি। এদিন বিজেপি কর্মী সমর্থকরা শ্রীরামপুর বিডিও অফিস ঘেরাও করতে গেলে চরম উত্তেজনা তৈরি হয়।
advertisement
শ্রীরামপুর বিডিও অফিসের একশো মিটার আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। কিন্তু ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের মধ্যে ঢোকার চেষ্টা করে বিরোধীদলের কর্মী সমর্থকরা। এই নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছে পুলিশ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী দ্রুত তৎপর হয়ে ওঠে। দু’জন বিজেপি কর্মীকে আটক করা হয়।
রাহী হালদার