আরও পড়ুন Bankura News: সপ্তাহের শেষে কেমন থাকবে বাঁকুড়ার আবহাওয়া? গুমোট গরম নাকি বৃষ্টি?
প্রশাসনিক কোন বিভাগ বা আইনি বিভাগে তারা উৎসাহী হয় না। তার কারণ এই বিষয়ে বিশেষ কোনো জানতেই পারেনা। আইনি বিভাগে পড়াশুনা করে বেশ কিছুদূর এগিয়ে যেয়ে ভবিষ্যৎ গড়া যায় এবং আইন সম্পর্কে ছাত্র-ছাত্রীরা বিশেষ কিছু জানে না। এই সমস্ত দিকগুলিতে পড়ুয়াদের সচেতন করতে মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে রবীন্দ্র ভবনের সভাগৃহে কর্মসূচী হয়। এরফলে তারা যেমন পড়াশোনার দিশা পাবে তেমনি আইনি সম্পর্কে কাজের কিছুটা মনোযোগ বাড়বে।
advertisement
এই বিষয়ে ডেপুটি ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট আরামবাগ শাখার ইন্দ্রানী সেনগুপ্ত জানান গত এক বছর ধরে স্কুল পড়ুয়াদের আইনি সম্পর্কে সচেতন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ক্যাম্প এবং আইনি সম্পর্কে বই সহ বিভিন্ন বের করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা অনেকেই এই আইনি সম্পর্কে তারা বেশ কিছু জানে না এবং এখান থেকে ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা যাবে সেই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
অন্যদিকে স্কুলের ছাত্র-ছাত্রীরা জানায় মূলত আইনী বিষয় নিয়ে বিভিন্ন দিকে কিভাবে এগুতে পারি এবং কি সুবিধা- অসুবিধা আছে সেই সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করছেন যাতে আগামী দিনে আইনি বিষয় নিয়ে ভবিষ্যৎ প্রতিষ্ঠিত হতে পারে তার জন্যই এই উদ্যোগ।
Suvojit Ghosh