Bankura News: সপ্তাহের শেষে কেমন থাকবে বাঁকুড়ার আবহাওয়া? গুমোট গরম নাকি বৃষ্টি?
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
- Edited by:Pooja Basu
Last Updated:
গুমোট গরমের প্রভাব বাড়বে! সঙ্গে বাড়বে তাপমাত্রা। নতুন সপ্তাহেই আবহাওয়ার ভের বদল হবে দুইবার
আর্দ্রতাজনিত কারণে গরম থাকবে আবহাওয়া। বাঁকুড়ায় শুক্রবার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বিক্ষিপ্ত ভাবে। জেলা জুড়ে এদিন আকাশ মেঘলা থাকলেও যেন একটা গুমোট গরমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। ফিল লাইক তাপমাত্রা ঘোরাফেরা করবে, ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে। (নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
advertisement
এদিন সূর্যোদয় হয় ভোর পাঁচটা বেজে ২৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫ টা বেজে ৫৩ মিনিটে। দিনের দৈর্ঘ্য থাকবে ১২ ঘণ্টা ২৭ মিনিট। সারাদিন ৮- ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দক্ষিণ থেকে উত্তরে বইবে বাতাস। আকাশ মেঘলা থাকলেও সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ মাঝারি থাকবে এবং বায়ুর গুণগত মান বেড়েছে গতকালের তুলনায়।
advertisement
advertisement