TRENDING:

Hooghly News: বড় খবর! নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হুগলির জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু

Last Updated:

Hooghly News: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষ ঘনিষ্ঠ শান্তনু হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষ ঘনিষ্ঠ শান্তনু হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। শুক্রবার শান্তনুকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছিল। ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয় তাঁকে। এর আগে গত জানুয়ারির ২০ তারিখে বলাগড়ের বাড়ি থেকে বেশ কিছু অ্যাডমিট কার্ড ও ৩০০ চাকরিপ্রার্থীর নথি পাওয়া গিয়েছিল। ৬-৭ বার ইডি তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকেও পাঠায়। অবশেষে আজ দীর্ঘ ম্যারাথন জেরার পর ইডির হাতে গ্রেফতার শান্তনু।
গ্রেফতার হওয়া শান্তনু
গ্রেফতার হওয়া শান্তনু
advertisement

সূত্রের খবর, শান্তনুর কাছে নিয়োগ দুর্নীতির টাকা যেত বলেই খবর। তাঁর হুগলির বলাগড়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল অ্যাডমিট কার্ডও। এদিন জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথায় বেশ কিছু অসঙ্গতি পান তদন্তকারী অফিসাররা। শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল ঘনিষ্ঠ বলেই তদন্তে উঠে এসেছে। এদিন শান্তনুর আয়-ব্যয়ের হিসাবের নথি নিয়ে দেখা করতে বলেছিল ইডি। সঙ্গে কুন্তলের সঙ্গে কার কার টাকার লেনদেন হয়েছে, অভিনয় জগতেও কুন্তলের পরিচিতি কতটা, সেসব জানতে চেয়ে এদিন শান্তনুকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর

advertisement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র

আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা

View More

প্রসঙ্গত কুন্তল হুগলির যুব তৃণমূলের নেতা ছিলেন প্রথম জীবনে। পরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে আসে। এই যুবনেতা প্রথমে হুগলির জিরাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব পান। এরপর ব্লকের পাশাপাশি জেলাতেও তৃণমূল ছাত্র পরিষদের নেতা হয়ে ওঠেন। এরপর যুব সংগঠনের জেলা সভাপতিরও দায়িত্ব সামলেছিলেন কিছুদিন। এরপর রাজ্য যুব তৃণমূলের সহ-সভাপতির দায়িত্বও পান। হুগলি জেলার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যুব তৃণমূলের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

advertisement

সূত্রের খবর, শেষ কিছু বছরে শান্তনুর সম্পত্তি আয় বৃদ্ধি ঘটেছিল বৃহত্তর হারে। বাড়ি গাড়ির সঙ্গে ব্যাংক ব্যালেন্স সব কিছুরই শ্রীবৃদ্ধি ঘটেছিল খুবই অল্প সময়ের মধ্যে। কী ভাবে তার এত সম্পত্তি হল সেই নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডাকা হয়। শুক্রবারও সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ শান্তনু বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে আসেন। প্রায় ৭ ঘণ্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই শান্তনুকে নিয়ে বেশ কিছু তথ্য উঠে আসছে ইডির হাতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বড় খবর! নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হুগলির জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল