TRENDING:

Shantanu Banerjee: শান্তনু তো গ্রেফতার এখন! কিন্তু ওর রিসর্টের পিছনে এ কী ভাসছে, আঁতকে উঠছেন সকলে

Last Updated:

Shantanu Banerjee: গঙ্গায় স্নান করতে নেবে স্থানীয় কিছু বাসিন্দা দেখেন নদীর জলে ভেসে আসছে দড়ি বাঁধা গুচ্ছ গুচ্ছ কাগজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: প্রতিদিনের মতন দুপুরে গঙ্গা স্নান করতে নেমেছিলেন গ্রামের মানুষজন। কিন্তু স্নান করতে নেমে তাঁদের হাতে এমন কিছু জিনিস উঠে আসবে, তা কোনদিনও কল্পনাও করতে পারেননি তাঁরা। গঙ্গায় স্নান করতে নেবে স্থানীয় কিছু বাসিন্দা দেখেন নদীর জলে ভেসে আসছে দড়ি বাঁধা গুচ্ছ গুচ্ছ কাগজ। সেই সব কাগজ গঙ্গা থেকে তুলে আনতেই চক্ষু ছানাবড়া সকলের।
advertisement

কারণ সেই কাগজ কোনও সাধারণ কাগজ না। সেই সমস্ত কাগজ কোন সম্পত্তি ক্রয় বিক্রয়ের নথি। ঘটনাটি ঘটেছে বলাগরে চাদরা এলাকায়। ঠিক যেখানে রয়েছে শান্তনু বহুতল রিসোর্ট, তার পিছন থেকেই নদীর জলে ভাসতে ভাসতে আসতে দেখেন গ্রামের স্থানীয় বাসিন্দারা। একটা দুটো নয়, শতাধিক দলিল! বিভিন্ন দামের স্ট্যাম্প পেপারে লেখা দলিল। বেশ কিছু দলিলে লেখা রয়েছে মুর্শিদাবাদে ডোমকলের ঠিকানা। তবে স্থানীয় মানুষদের অনুমান কেউ বা কারা এই দলিলগুলো নথি লোপাট করার জন্য গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। তবে এই দলিল যে বেশি দূর থেকে ভেসে আসছে না তা খুবই স্পষ্ট ছিল সেখানকার স্থানীয় মানুষদের কাছে।

advertisement

স্থানীয় এক বাসিন্দা রাকেশ মণ্ডল জানান, দলিলগুলো দেখে মনে হচ্ছে কাছাকাছি কোথা থেকে ফেলা হয়েছে। কারণ মুর্শিদাবাদ থেকে গঙ্গায় ভেসে এলে কাগজ ভিজে নষ্ট হয়ে যেত। দলিল উদ্ধারের পর স্থানীয় প্রশাসনকে খবর দেন স্থানীয়রা। দলিল গুলো আসল না নকল, কোথা থেকে এলো তার খোঁজ চালানো হচ্ছে।

advertisement

View More

দলিল উদ্ধারের পর স্থানীয় প্রশাসনকে খবর দেন স্থানীয়রা। কোথা থেকে এলো এত দলিল ? এই সমস্ত দলিলের মালিকই বা কে! কেন এইগুলিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সেই সমস্ত বিষয়ে নিয়ে উঠছে প্রশ্ন।

সন্দেহ তির আরো জোরালো হয় কারণ বলাগড়ের যে এলাকায় দলিলগুলি উদ্ধার হয়েছে সেই চাঁদরাতেই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একটি বিলাসবহুল রিসর্ট রয়েছে।

advertisement

আরও পড়ুন,  'বিরোধী ঐক্য TRP বাড়ানোর কৌশল, ২০১৯-র থেকে ২০২৪-এ বেশি আসন পাবে NDA,' বললেন শাহ

আরও পড়ুন, পঞ্চায়েত ভোট নিয়ে এবার সুপ্রিম কোর্টে শুভেন্দু! ৭ দিন সময় চাইলেন হাইকোর্টের কাছে

বর্তমানে ইডি হেফাজতে দিন কাটছে শান্তনুর। এবার সেই এলাকাতে বিশাল সংখ্যক দলিল উদ্ধার হওয়ায় স্বভাবতই তা নিয়ে নানা জল্পনা ছড়াচ্ছে গোটা এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Shantanu Banerjee: শান্তনু তো গ্রেফতার এখন! কিন্তু ওর রিসর্টের পিছনে এ কী ভাসছে, আঁতকে উঠছেন সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল