হুগলির হরিণখোলা-২ পঞ্চায়েতের সুলতানপুর, সাহাপুর, পানপিট গ্রামেগুলির মানুষ গরম পড়তে না পড়তেই তীব্র জল কষ্টে ভুগছে। আর তাই শেষে বাধ্য হয়ে তাঁরা পথ অবরোধের করে। এই প্রসঙ্গে স্থানীয় এক মহিলা বলেন, প্রায় এক বছর ধরে পানীয় জলের তীব্র সঙ্কট চলছে। প্রচন্ড গরমে চরম সমস্যায় পড়তে হচ্ছে। বাড়ি থেকে অনেকটা দূরত্বে টিউবওয়েল। তার জল আনতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বহুদিন ধরে পানীয় জলের জন্য আবেদন করলেও কোনও কাজের কাজ হয়নি বলে অভিযোগ। এলাকার মানুষের দাবি দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হোক।
advertisement
আরও পড়ুন: প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের জের! ঘরে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি জয়নগরে
জলের দাবিতে এই পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় রাজ্য সড়কে। ছুটে আসে পুলিশ। তাঁদের থেকে সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
শুভজিৎ ঘোষ