TRENDING:

Rath Yatra 2023: ‘রথ দেখা কলা বেচা’ কোথা থেকে এল এই প্রবাদ, সে এক না জানা গল্প

Last Updated:

আক্ষরিকভাবে রথ দেখা ও কলা বেচা কি জিনিস তা খুঁজে পেতে গেলে আসতে হয় মহেশের রথযাত্রা উৎসবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বাংলায় বহুল প্রচলিত প্রবাদ বাক্যগুলির মধ্যে অন্যতম একটি হল “রথ দেখা কলা বেচা”-  যার অর্থ করলে দাঁড়ায়, একটি কাজ করতে এসে দুই কাজ করে নেওয়া। তবে এই প্রবাদটির উৎপত্তি কোথা থেকে হয়েছে সে বিষয়ে কি কেউ জানেন ! যেহেতু এই প্রবাদের রথ শব্দটি রয়েছে তাই রথের সঙ্গে নিশ্চয়ই কোন সম্পর্ক রয়েছে তা বোঝা যাচ্ছে ঠিকই তবে আক্ষরিকভাবে রথ দেখা ও কলা বেচা কি জিনিস তা খুঁজে পেতে গেলে আসতে হয় মহেশের রথযাত্রা উৎসবে।
advertisement

মাহেশের রথযাত্রার দিন বহু মানুষ আসেন শুধুমাত্র এখানে চিনি কাঁঠালি কলা বিক্রি করতে। যে সমস্ত ভক্ত সমাগম এখানে থাকে তারা সেই কলা কিনে রথের দিকে ছোড়েন। এটাই নাকি প্রাচীন প্রথা।

আরও পড়ুন –  Hilsha: সুখবর, সুখবর! ১০ টন ইলিশ উঠল, কবে বাজারে আসছে টাটকা ইলিশ, রইল দামের সুলুক সন্ধান

advertisement

View More

তবে কেন জগন্নাথ দেবকে কলা দেওয়া হয় !

এই বিষয়ে জানিয়েছেন মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত তমাল অধিকারী। তিনি বলেছেন জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে রথে চেপে ঘুরতে যান সেই সময় তাকে কলা, জিলিপ এই খাবারগুলি দেওয়া হয়। তার কারণ জগন্নাথ দেব সাধারণ মানুষের মতই। আমরা যেমন কোথাও ঘুরতে যাওয়ার সময় সঙ্গে খাবার-দাবার নিয়ে রাখি, যাত্রাপথে পেট ভরানোর জন্যে সেগুলি খাই , ঠিক সেই রকমই রথে চড়ে জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হন তখন তাকে কলা দেওয়া হয় যাত্রাপথের খিদে মেটানোর জন্য।

advertisement

সেই থেকেই এই রীতি তৈরি হয়েছে যেখানে ভক্তরা রথের দিকে কলা ছোড়েন। এতে ভক্তদের বিশ্বাস ভগবান জগন্নাথ তিনি এই প্রসাদ গ্রহণ করেন তাদের পূর্ণ হয় ভক্তদের।

মঙ্গলবার মাহেশের রথযাত্রা উপলক্ষে ভিড় ছিল চোখে পড়ার মতন। লক্ষ লক্ষ পূর্ণার্থীদের ভিড়ে ভরে উঠেছিল রাস্তার দুই ধারে। সেখানে দেখা যায় কিছু মানুষ তারা ছোট ছোট কাঁঠালি কলা ঝুড়ি করে নিয়ে বিক্রি করতে এসেছেন। সেই কলা পুণ্যার্থীরা কিনছে ঠাকুরের কাছে দেওয়ার জন্য। এইরকমই একজন বিক্রেতা হলেন রাম বর্মা।

advertisement

কলা বিক্রেতা রাম বর্মা তার আঠারো বছর বয়স থেকে মাহেশে আসছেন কলা বিক্রি করতে।  এখন তার বয়স ৫৫। ১০ টাকায় পাঁচটি করে কলা বিক্রি তিনি। সেই টাকা দিয়ে তার যা উপার্জন হয় সেই দিয়ে তাদের রথের মেলা দেখা হয়ে যায় উপরন্তু কিছু লাভের টাকাও থাকে। রাম বর্মার মতন এরকম বহু মানুষমহেশের রথের মেলায় আসেন কলা বিক্রি করতে।

advertisement

Rahi Halder

বাংলা খবর/ খবর/হুগলি/
Rath Yatra 2023: ‘রথ দেখা কলা বেচা’ কোথা থেকে এল এই প্রবাদ, সে এক না জানা গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল