রাজশ্রীর বাবা জয়ন্ত বাবু বলেন, মেয়ে যখন ছোট ছিল তখন থেকেই প্রতিদিন বিকালে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়ে গুনগুন করে তার বাবা গান শোনাতেন তাকে। গান শোনাতে শোনাতে গানের পরবর্তী লাইন তার মেয়েকে গাইতে বলতেন। এভাবেই রাজশ্রীর গানের প্রতি আগ্রহ জন্মায়। ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়ে কখনো বিশেষভাবে চাপ দেয় নি তার মেয়েকে। মেয়ে যা করতে ভালবাসে তাই করে। সারাদিন তার শুধু গান নিয়ে কাটে। জয়ন্ত বাবুর ইচ্ছা তার মেয়ে যেন একজন প্রতিষ্ঠিত শিল্পী হয়। রাজশ্রীর মা বলেন, কম্পিটিশন চলাকালীন দীর্ঘ চার মাস তার মেয়ে তাদের সঙ্গে থাকলেও তাদের মধ্যে খুব একটা কথাবার্তা হত না। মেয়ে সারাদিন ব্যস্ত থাকত গান নিয়ে। তিনি আরো বলেন, রাজশ্রী নাকি ঘুমিয়ে ঘুমিয়েও গান গাইত।
advertisement
Location :
First Published :
Mar 12, 2022 7:38 PM IST