আরও পড়ুন: পড়ুয়াদের পথ নিরাপত্তার পাঠ দিচ্ছে পুলিশ
পুলিশ দিবসের অনুষ্ঠান উপলক্ষে চুঁচুড়া থানার উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। চুঁচুড়া ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর অংশ হিসেবে বিশেষ র্যালিও আয়োজিত হয়।
১ সেপ্টেম্বর গোটা রাজ্য জুড়ে পালিত হয়েছে পুলিশ দিবস। নানান কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। চন্দননগর পুলিশের পক্ষ থেকেও আজকের দিনটি পালন করা হয়। সকালে চুঁচুড়া পুলিশ লাইন্সের মাঠে অনুষ্ঠিত হয় পুলিশ একাদশ বনাম সাংবাদিক একাদশের প্রীতি ফুটবল ম্যাচ। ৩-০ গোলে সাংবাদিকদের হারিয়ে দেন পুলিশ কর্মীরা। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান সাংবাদিক মিল্টন সেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। সেখানেই টিআইজি সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী এমন দশজন যারা ভাল কাজ করেছেন, কর্তব্যে সাহসিকতা দেখিয়েছেন তাঁদের পুরস্কৃত করেন কমিশনার। পরে চুঁচুড়া থানার রক্তদান শিবিরে যোগ দেন তিনি। সেখানে রক্তদান করেন ডিসিপি বিদিত রাজ বুন্দেশ সহ পুলিশ কর্মী ও সাংবাদিকরা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা পরিষদ সদস্য নির্মল চক্রবর্তী, মৌসুমী ঘোষ, বাঁশবেড়িয়া পুরসভার উপ-পুরপ্রধান শিল্পী চ্যাটার্জি, চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়, উপ-পুরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ চুঁচুড়া পুরসভার কাউন্সিলররা। উপস্থিত বিশিষ্টজনদের স্মারক ও ফুলের স্তবক তুলে দেন চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী। শিবিরে মোট ৬৩ জন রক্ত দান করেন।
advertisement
রাহী হালদার