জানা গেছে অভিক সাহা নামে বারাসাতের এক ব্যক্তি স্থানীয় বাসিন্দা গৌতম চক্রবর্তীর কথায় কুকুর গুলোকে বন্ধাত্বকরণ করতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অচৈতন্য অবস্থায় কুকুর গুলো দেখে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে কোনও অনুমোদন না থাকায় চেয়ারম্যান এসে দুজনকে তারকেশ্বর থানায় নিয়ে যান।
আরও পড়ুনঃ মধ্যরাতে ভদ্রেশ্বরে বোমা বিস্ফোরণ! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
advertisement
অভিক সাহার সাফাই স্থানীয় বাসিন্দা গৌতম চক্রবর্তীর কথায় কুকুর গুলিকে সংজ্ঞাহীন করে বন্ধ্যত্ব করণের জন্য নিয়ে যাচ্ছিলেন।তবে তার কাছে প্রশাসনিক কোনও অনুমতি আছে কিনা জানতে চাওয়া হলে তার সদুত্তর দিতে পারেননি তিনি। এই বিষয়ে তারকেশ্বর পুরসভার পুরো প্রধান উত্তম কুন্ডু জানান, তিনি ঘটনাস্থলে এসে দেখেন বেশ কয়েকটি পথ কুকুর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে রাস্তার ধারে।
আরও পড়ুনঃ গঙ্গা ভাঙনের কবলে বৈদ্যবাটির কয়েকটি অঞ্চল, অবস্থা ভয়াবহ!
জিজ্ঞাসাবাদ করাতে তিনি জানতে পারেন স্থানীয় এক ব্যক্তি কুকুর গুলিকে বন্ধাত্বকরণের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাদের কাছ থেকে উপযুক্ত প্রমাণ পত্র চাওয়াতে তারা তা দেখাতে পারিনি। সেই কারণে পুলিশের দ্বারস্থ হন পুরো প্রধান। তারকেশ্বর থানার পুলিশ জানিয়েছে বিষয় টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Rahi Haldar