কোনও সাধারণ ব্যাক্তি আদালতে কাজের জন্য এলে তারা শিকার হচ্ছেন দালাল দের। যার ফলে বহু টাকা ব্যয় হচ্ছে কাজের জন্য আদালতে আসা আম জনতার। যাতে সাধারণ মানুষ খুব সহজেই ল- ক্লার্কদের আলাদা করতে পারে তাই জন্যই এই বিশেষ উদ্যোগ। এই নিয়ে কাউন্সিলের একটি সর্বস্তরের বৈঠক করা হয় সেখান থেকেই উঠে আসে সিদ্ধান্ত। লোগো তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সেই লোগো চলে আসলে প্রত্যেকের জামাতে লোগো লাগাতে হবে বলে জানান তিনি।
advertisement
আরও পড়ুনঃ স্পেশাল ব্রাঞ্চ-এর পুলিশ বাহিনীর বোমার খোঁজে তল্লাশি চুঁচুড়ায়
চুঁচুড়া ল - ক্লার্ক ইউনিটের সভাপতি বাসুদেব রায় স্পষ্ট জানিয়ে দেন এই পোশাক সবার জন্য প্রযোজ্য। নারী-পুরুষ নির্বিশেষে সকলকেই এই নির্ধারিত পোশাক পরে কাজে আসতে হবে না হলে কোর্ট চত্বরে কাজের জন্য কাউকে অনুমতি দেওয়া হবে না। এই পোশাক বিধি জারি হবে সকল আদালত, রেজিস্ট্রি অফিস, বি এল আর ও অফিস এর মতন সমস্ত কার্যালয়ের আইনি কেরানিদের জন্য।
Rahi Haldar