TRENDING:

Hooghly News: গ্রামবাসীর সঙ্গে 'নাকের মিল' খুঁজে পেলেন 'দিদির দূত' নয়না!

Last Updated:

'দিদির দূত' নয়না বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরে গিয়ে এক গ্রামবাসীর সঙ্গে নিজের নাকের মিল খুঁজে পেলেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: জেলায় জেলায় সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন 'দিদির দুতেরা'। সেই জায়গায় অন্যরকম কনফিডেন্সে দেখা গেল সেলিব্রিটি বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার হুগলির তারকেশ্বরে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে এসে তাঁকে বলতে শোনা যায়, দিদির প্রতি মানুষের আস্থা আছে।
advertisement

শুক্রবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হানা দেয় বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জির বাড়িতে। সেই প্রসঙ্গেও সরব হন নয়না। তিনি বলেন, কেন্দ্রীয় সংস্থা দিয়ে এইসব চেষ্টা। ওরা আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু আমরা ভীত নই। আমরা মানুষের কাছে মাথা নত করবো, কিন্তু অন্য কারোর কাছে মাথা নোয়াব না।

আরও পড়ুন: তাপস মণ্ডলের চক্রান্ত! গ্রেফতারের পরেই বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা কুন্তলের

advertisement

শুক্রবার তারকেশ্বরের মোজপুর শ্মশান-কালী মন্দিরে পুজো দিয়ে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি শুরু করেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে সাধরণ মানুষের সাথে কথা বলেন। বেশ কয়েকজনের সাথে মজার ছলে কথা বলতে দেখা যায় এই সেলিব্রিটি বিধায়ককে। তাঁর নাকের সাথে এক গ্রামবাসীর নাকের মিল খুঁজে পান! আবার কখনও গ্রামবাসীদের চুলের রঙের প্রশংসা করেন। নয়না শুক্রবার তারকেশ্বর বিধানসভার আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে 'দিদির দূত' হিসেবে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন।

advertisement

View More

ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে দমানো যাবে না বলে মন্তব্য করেন নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, "ইডি-সিবিআই ব্যবহার করে সাধারণ মানুষের মনে কতটা প্রভাব ফেলা গেছে?" শেষে বলেন, "সাধারণ মানুষ জানে- শীত-গ্রীষ্ম-বর্ষা, মমতা ব্যানার্জিই ভরসা।"

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: গ্রামবাসীর সঙ্গে 'নাকের মিল' খুঁজে পেলেন 'দিদির দূত' নয়না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল