আরও পড়ুন: আশ্বিনের বৃষ্টিতে স্বস্তি পেল কৃষক, চিন্তার ভাঁজ মৃৎশিল্পীর কপালে
জানা গিয়েছে, আহত সোমা রায় উচ্চমাধ্যমিক পড়ুয়া। এদিন সে প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় ওই এলাকায় বেশ কয়েকটি হনুমান সোমার পথ আটকে দাঁড়ায়। ভয়ে, আতঙ্কে চিৎকার করে ওঠে ওই ছাত্রী। তাতে হতচকিত হনুমানরা সোমাকে আঁচড়ে, কামড়ে দেয়। মারাত্মক জখম হয় সে। স্থানীয়রা ছুটে এসে হনুমানগুলিকে তাড়িয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। এরপর তাঁরাই দ্রুত তাকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় প্রায়ই তাণ্ডব চালায় হনুমানের দল। আক্রান্ত হয় বহুলোক। এদিন ওই স্কুল ছাত্রী আক্রান্ত হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হনুমানের তাণ্ডব ঠেকাতে বন দ ফতর উপযুক্ত ভূমিকা নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। যদিও এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
শুভজিৎ ঘোষ