Jalpaiguri News: আশ্বিনের বৃষ্টিতে স্বস্তি পেল কৃষক, চিন্তার ভাঁজ মৃৎশিল্পীর কপালে
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
আশ্বিন মাসের বৃষ্টিতে অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছেন কৃষকরা, কিন্তু সময় কাজ শেষ করা নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা
জলপাইগুড়ি: ভাদ্র মাসের গরমে নাজেহাল হয়েছিল আমজনতা। তবে ভাদ্র শেষ হতেই চাঁদিফাটা গরম কমে বৃষ্টির আমেজে স্বস্তি ফিরেছে শহর জলপাইগুড়ির। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল বুধবার থেকে বদলে যাবে উত্তরবঙ্গের আবহাওয়া। তাকে মান্যতা দিয়েই গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে প্রায় ৮৯.২০ মিলিমিটার। এতে স্বস্তি পেয়েছেন কৃষকরা। বৃষ্টি কম হওয়ায় তাঁরা দুশ্চিন্তায় ভুগছিলেন। অবশেষে শরৎকালে বৃষ্টি শুরু হওয়ায় বড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেল বলে মনে করছেন কৃষকরা। কিন্তু এই একই বৃষ্টি মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
ভাদ্র মাসের শুরুতে বৃষ্টি বন্ধ হয়ে গিয়ে গরম বাড়ায় ধান গাছ, চা গাছে পোকার আক্রমণ শুরু হয়েছিল। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভুগছিলেন উত্তরবঙ্গের কৃষকরা। কিন্তু অবশেষে আবার বৃষ্টির শুরু হওয়ায় তাঁদের আশা ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমবে। অন্যদিকে আবার এই বৃষ্টি কারণেই সমস্যার সম্মুখীন মৃৎশিল্পীরা। পুজোর বাকি আর মাত্র ২৯ দিন। ফলে এই মুহূর্তে জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে। কিন্তু এই অসময়ে টানা বৃষ্টি শুরু হওয়ায় সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করা যাবে কিনা তা নিয়েই দুশ্চিন্তা দেখা দিয়েছে জলপাইগুড়ির কৃষকদের মধ্যে।
advertisement
advertisement
হঠাৎ বৃষ্টির কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বুধবার থেকে। একটানা যদি এমন আবহাওয়া থাকে তবে তাঁদের কাজের অনাকেটাই ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৃৎশিল্পীরা। তেমন হলে সময়ের মধ্যে মণ্ডপে প্রতিমা পাঠানো একপ্রকার অসম্ভব বলে জানিয়েছেন অনেক মৃৎশিল্পী।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 22, 2023 5:17 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: আশ্বিনের বৃষ্টিতে স্বস্তি পেল কৃষক, চিন্তার ভাঁজ মৃৎশিল্পীর কপালে








