আরও পড়ুন: বাংলা থেকে হলিউড! তাঁর আলোয় আলোকিত বিশ্ব, চন্দননগরের আলোর জনককে কি চেনেন
তাতেই ক্ষোভে ফুঁসছেন গোঘাটের বাসিন্দারা। গোঘাটের কাঁটালি শৈলেশ্বর শিব মন্দিরে দুয়ারের রেশন ক্যাম্পে দুয়ারে রেশন প্রকল্পের কাজ চলছিল। মূলত গ্রামের কয়েকটি পাড়া নিয়ে একটি জায়গা ঠিক করে সেখান থেকেই দেওয়া হয় রেশন। এদিন সেই কাজই করছিলেন রেশন কর্মীরা। কিন্তু, সেখান থেকে পাওয়া আটাতেই মিলেছে পোকা। রীতিমতো এই ঘটনা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায়।
advertisement
আরও পড়ুন: সেজে উঠতে চলেছে আলোর শহর চন্দননগর, নাওয়া-খাওয়া ভুলে কাজে ব্যস্ত আলোক শিল্পীরা
এই বিষয়ে স্থানীয় এলাকার বাসিন্দা রণজিৎ পাল জানান “আগেরবার যে আটা দিয়েছিল তাতে পোকা ছিল। এবারেও একই ছবি। চালেও তো অনেক সময় পোকা পাওয়া যায়। এই আটা তো খাওয়া সম্ভব নয়। এ জিনিস খেলে তো মানুষের শরীর খারাপ হয়ে যাবে। দ্রুত আমরা সকলেই চাই সরকার বিষয়টা দেখুক। আমরা প্রত্যেককে সমস্যা সমাধান চাই গ্রামবাসীরা।”
অন্যদিকে আটায় পোকা যে রয়েছে সেই অভিযোগের কথা স্বীকার করছেন রেশন কর্মীরা। রেশন কর্মী বাপন ঘোষ জানিয়েছেন “আমাদের ডিস্ট্রিবিউটর যা দিয়েছে তাই তো দিচ্ছি। আমরা কী করব বলুন। এই অভিযোগ পেলাম। এবার এটা ডিস্ট্রিবিউটরদের জানাব।”
Suvojit Ghosh





