আরও পড়ুন: ৭ জেলায় পরিস্থিতির অবনতির আশঙ্কা! ছুটির দিনে আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যসচিব
ভরণপোষণ করতে পারবেন না বলে সদ্যজাত শিশুকে নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দিয়েছিলেন পোলবার সুগন্ধার একটি ইট ভাটার শ্রমিক ওই মা। একশো টাকার কোর্ট পেপারে লিখে হয়েছিল সেই বেআইনি হস্তান্তর। শিশুটি দত্তক নিয়েছিলেন চুঁচুড়ার চ্যাটার্জি বাগান এলাকার দম্পতি যাদব মণ্ডল ও বুলু মণ্ডল। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসে জেলা চাইল্ড। তাঁদের প্রোটেকশান আধিকারিক চুঁচুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে শিশুটিকে মণ্ডল দম্পতির কাছ থেকে উদ্ধার করেন। যাদব ও বুলু মণ্ডলকে নিয়ে আসা হয় থানায়। এরপর সুগন্ধার ওই ইট ভাটা থেকে শিশুটির গর্ভধারিনী মাকেও নিয়ে আসা হয় থানায়।
advertisement
থানায় তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পুলিশ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয় শিশুটিকে। সিডব্লিউসি কোন্নগরের একটি হোমে পাঠিয়ে দেয় ওই শিশু ও তার গর্ভধারিনী মাকে। প্রশাসন সূত্রে খবর, শিশুটিকে যেভাবে দত্তক দেওয়া হয়েছিল তা বেআইনি। শিশুটির ভবিষ্যত নিয়ে চিন্তা আছে। মা প্রাপ্তবয়স্কা, কিন্তু তাঁর স্বামীর খোঁজ নেই। ভরণপোষণ করতে পারবেন না বলে শিশুকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন বলে দাবি করেছেন। সেই দাবি কতটা সত্যি জানতে আবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদের কাছে দত্তক দেওয়া হয়েছিল তাঁদেরও জেরা করা হবে।
রাহী হালদার