আরও পড়ুন: ছানি পড়ে তৈরি হওয়া অন্ধত্ব থেকে মুক্ত ফালাকাটা
জানা গিয়েছে, পর্যাপ্ত জায়গার অভাবে হুগলির এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়াশোনা ও রান্না এলাকার প্রাথমিক বিদ্যালয়ে হয়। কিন্তু বর্ষাকালে চরম সমস্যায় পড়ে ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে শিক্ষাকর্মী, রান্নার দিদি সকলেই। বৃষ্টি হলেই ভাঙা অ্যাসবেস্টারের ছাদ থেকে ঝর ঝর করে জল পড়ে। বাধ্য হয়ে ত্রিপল টাঙিয়ে চলে পড়াশোনা ও রান্নার কাজ। গোটা ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষ।
advertisement
এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা জানান, প্রচন্ড কষ্টের মধ্যে দিয়েই চলে এই সেন্টার। একটি ত্রিপল এবং ভাঙা অ্যাসবেস্টারের ছাদ থাকলেও খোলা আকাশের নিচে ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনা চলে। এই কারণে বর্ষাকালে রোজ ছেলেমেয়েদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাতে চান না অভিভাবকরা। ফলে ওই পড়ুয়াদের পড়াশোনার অনেকটা ক্ষতি হচ্ছে। এই অবস্থায় দ্রুত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
শুভজিৎ ঘোষ