Alipurduar News: ছানি পড়ে তৈরি হওয়া অন্ধত্ব থেকে মুক্ত ফালাকাটা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
ছানিজনিত অন্ধত্ব থেকে সম্পূর্ণ মুক্ত আলিপুরদুয়ারে ফালাকাটা
আলিপুরদুয়ার: ছানির সঠিক সময়ে চিকিৎসা না হলে দু’চোখে অন্ধত্ব নেমে আসতে পারে। তবে সেই ছানি ঘটিত অন্ধত্ব মুক্ত ব্লক হিসেবে স্বীকৃতি পেল ফালাকাটা। চিকিৎসক এবং প্রশাসনের টানা প্রচেষ্টার ফলে এসেছে এই সাফল্য। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে করা এক সমীক্ষার ফলের ভিত্তিতে বিষয়টি জানা গিয়েছে।
আলিপুরদুয়ার জেলার ফালাকাটার কমিউনিটি হলে জেলা স্বাস্থ্য দফতর, ব্লক স্বাস্থ্য দফতর এবং ফালাকাটা পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে গোটা ব্লককে ছানি ঘটিত অন্ধত্বমুক্ত ঘোষণা করা হয়। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে প্রতিটি ব্লকে গিয়ে একটি সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষার মাধ্যমে দেখা হয় কোনও ব্যক্তির দুটি চোখে ছানিজনিত অন্ধত্ব আছে কিনা। যদি এরকম কোনও ব্যক্তিকে পাওয়া যায় তবে তাঁদেরকে সরকারি উদ্যোগে চোখের ছানি অপারেশন করানো হয়।
advertisement
advertisement
সমীক্ষক দলের রিপোর্টে জানা গিয়েছে, ফালাকাটা ব্লকে আজ পর্যন্ত ব্লকে কোনও ব্যক্তি ছানি জনিত কারণে অন্ধত্বের শিকার হয়নি। তারপরই ফালাকাটা ব্লককে এই বিশেষ শিরোপা দেওয়া হয়। এই প্রসঙ্গে ফালাকাটা পুরসভার পুরপ্রধান জানান, ফালাকাটায় শুধু নগরায়নের পাশাপাশি সবুজায়নকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। যা চোখের প্রশান্তির জন্য খুব জরুরি।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2023 5:11 PM IST