West Medinipur News: খড়গপুরে হাজির উত্তরপ্রদেশের মুখ্যসচিব, কিন্তু কেন?
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
হঠাৎই খড়গপুর আইআইটিতে হাজির হলেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব দুর্গাশঙ্কর মিশ্র
পশ্চিম মেদিনীপুর: যাদবপুরে ছাত্র মৃত্যু ঘিরে যখন উত্তাল সারা রাজ্য ঠিক তখনই খড়গপুর আইআইটিতে এলেন উত্তরপ্রদেশের মুখ্য সচিব দুর্গাশঙ্কর মিশ্র। এখানে এসে তিনি র্যাগিংয়ের বিপদ নিয়ে সরব হন। এই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্য সচিব।
দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৫১ সালে মাত্র কয়েকজন ছাত্রছাত্রী ও হাতে গোনা কয়েকজন অধ্যাপককে নিয়ে শুরু হয় পথ চলা। তবে এখন শুধু ভারত নয়, সারা পৃথিবীর কাছে পরিচিত নাম আইআইটি খড়গপুর। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও এই আইআইটির বহু শিক্ষার্থী প্রতিষ্ঠিত। প্রযুক্তি বিদ্যার একাধিক কোর্সের সঙ্গে একাধিক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সও পড়ানো হয় এখানে। সম্প্রতি চালু হয়েছে ফোক আর্ট এবং মিউজিক বিষয়ে পড়াশোনা। এছাড়াও দেশ ও বিদেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প সংগঠনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করে কর্মক্ষেত্রে আরও দূরদর্শী ভাবনা প্রয়োগের পরিকল্পনা করেছে খড়গপুর কর্তৃপক্ষ।
advertisement
advertisement
খড়গপুর আইআইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিতেই আসেন উত্তরপ্রদেশের মুখ্য সচিব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন যোগ দেন মহামহোপাধ্যায় স্বামী ভদ্রেশ দাস। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্য সচিব দুর্গাশঙ্কর মিশ্র, টাটা মেডিকেল সেন্টারে ডিরেক্টর অরুণ সহ আইআইটি-এর বহু প্রাক্তনী। এছাড়াও হাজির ছিলেন বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকারা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে। এদিনের এই অনুষ্ঠান থেকে আইআইটি খড়গপুরের কৃতি প্রাক্তনীদের সংবর্ধনা জানানো হয়।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2023 4:53 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: খড়গপুরে হাজির উত্তরপ্রদেশের মুখ্যসচিব, কিন্তু কেন?