Birbhum News: যাদবপুরের আঁচ এবার বিশ্বভারতীতে! কী ঘটল শান্তিনিকেতনে
- Reported by:SUBHADIP PAL
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার আঁচ গিয়ে পৌঁছল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। প্রতিবাদ জানিয়ে পোস্টার লাগাল এসএফআই
বীরভূম: যাদবপুরের আঁচ এবার বিশ্বভারতীতে। রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় বলে পরিচিত যাদবপুরের স্নাতক স্তরের প্রথম বর্ষের বাংলা বিভাগের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে পোস্টার লাগাল বাম ছাত্র সংগঠন এসএফআই।
বিশ্বভারতীর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যাদবপুরের ছাত্র মৃত্যুর বিচার চেয়ে এসএফআই পোস্টার লাগিয়েছে। তাদের দাবি, যেভাবে প্রথম বর্ষের ওই ছাত্রের উপর সেখানকার সিনিয়র ও প্রাক্তনীদের একাংশ অত্যাচার করেছে তার প্রতিকার অবশ্যই করতে হবে। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে ওই পোস্টারে।
advertisement
advertisement
এসএফআইয়ের পোস্টারগুলিতে অভিযুক্ত ছাত্রদের পাশাপাশি যাদবপুরের পড়ুয়া মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকেও অভিযোগের আঙুল তোলা হয়েছে। ব়্যাগিং ফ্রি ক্যাম্পাস গঠনের দাবি তুলেছে বাম ছাত্র সংগঠনটি। পাশাপাশি বিশ্বভারতীর ক্যাম্পাস ও হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানানো হয়েছে ছাত্র সংগঠনের পক্ষ থেকে। এই বিষয়ে কর্তৃপক্ষের আরও তৎপরতা প্রয়োজন বলে জানিয়েছে এসএফআই।
advertisement
শুভদীপ পাল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 19, 2023 4:35 PM IST










