বাই-সাইকেলে চেপেই রবিবার জাঙ্গিপাড়া থেকে আরামবাগের উপর দিয়ে প্রায় ১৭০০ কিলোমিটার দূরে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন কার্তিক। দিলাকাশ গ্রাম পঞ্চায়েতের বোরোহাল সাতগড়া গ্রামের ছেলে কার্তিক।
আরও পড়ুন: আত্মহত্যা না খুন? জিনিস কেনার জন্য বেরিয়ে আর ঘরে ফিরল না স্বরূপ! উদ্ধার মৃতদেহ
পেশায় কার্তিক কাঠমিস্ত্রি। তাঁর বাবা ভোলা রুইদাস পেশায় রাজমিস্ত্রী এবং মা রুপা রুইদাস সাধারণ গৃহবধূ। এতটা পথ সাইকেলে পাড়ি দেওয়া কঠিন ৷ পরিবারের লোকজন বাধা দিলেও তিনি থেমে থাকেননি ৷ তাঁদের কেদারনাথের প্রতি ভক্তি ও টান দেখে শেষ পর্যন্ত পরিবারের লোকেরা অনুমতি দিয়েছে ।
advertisement
এই যাত্রা শুরু করা নিয়ে কার্তিক জানায় যে ছোটবেলা থেকেই তাঁর অনেকদিনের স্বপ্ন ছিল যে কেদারনাথে সাইকেলে করে যাবেন। বিভিন্ন মানুষকে সঙ্গে যাওয়ার কথা বললেও কেউ রাজি না হওয়ার কারণে অবশেষে একাই সাইকেল নিয়ে কেদারনাথের পথে রওনা দিলেন রবিবার।
কেদারনাথ দর্শন করতে একাই সাইকেল চালিয়ে এতটা দূরত্ব অতিক্রম করবেন। কোনও স্পনসর নেই। একাই রওনা দিলেন। তাঁর যাত্রা শুরুর দিনে হাজির ছিলেন গ্রামবাসীরা।
Suvojit Ghosh