Bangla News: আত্মহত্যা না খুন? জিনিস কেনার জন্য বেরিয়ে আর ঘরে ফিরল না স্বরূপ! উদ্ধার মৃতদেহ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Bangla News: বাড়ি থেকে দোকানে ময়দা কেনার জন্য বেরিয়েছিল স্বরূপ, কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরেনি।
খানাকুল: জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু হুগলির খানাকুলের হানুয়া এলাকায়। মৃত যুবকের নাম স্বরূপ সরকার, বয়স (৩৫)। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই একটি পাশের বাড়ির ছোট ছেলে খেলতে গিয়ে স্বরূপের মৃতদেহ জলে ভাসতে দেখে আর সে দেখেই ওই ছোট্ট ছেলে প্রতিবেশীদেরকে খবর দেয়। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা দ্রুত পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন: আধার বায়োমেট্রিক প্রতারণা জারি, AEPS জালিয়াতি ঠেকাতে কী করবেন? কোনটা না, জানাল কলকাতা পুলিশ
পরিবার সূত্রে জানা গেছে বাড়ি থেকে দোকানে ময়দা কেনার জন্য বাড়ির বাইরে বেরিয়ে ছিল। কিন্তু তারপর থেকে স্বরূপ বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর বাড়ির লোকজন খোঁজখবর চালায়। পাড়ার একটি পুকুরের পারে একটি ছোট্ট ছেলে খেলতে গিয়ে দেখে জলে ভাসছে স্বরূপের দেহ।
advertisement
advertisement
কী করে পুকুরের জলে স্বরূপের মৃতদেহ এল তা নিয়ে আতঙ্কে সবাই। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে রহস্য বেড়েছে। যদিও খানাকুল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 8:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: আত্মহত্যা না খুন? জিনিস কেনার জন্য বেরিয়ে আর ঘরে ফিরল না স্বরূপ! উদ্ধার মৃতদেহ