স্কুল সূত্রে খবর, বুধবার সকালে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ক্লাস চলাকালীন হঠাৎই এক ছাত্র শিক্ষককে গিয়ে কিছু জানাতে গেলে অভিযুক্ত শিক্ষক (আশিস আদক) ওই ছাত্রকে ডাস্টার দিয়ে বেধড়ক মারতে থাকেন। এরপর কলার ধরে টানতে টানতে ক্লাসের বাইরে নিয়ে যেতে থাকেন। সেই সময় ছাত্রের নাক দিয়ে রক্ত পড়তে থাকেন। সেই দেখে অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা উদ্ধার করতে এলে তাঁদের উপরেও চড়াও হন ওই অভিযুক্ত শিক্ষক। ঘটনা সম্পর্কে এমনটাই জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
advertisement
আরও পড়ুন: দুই নির্দল প্রার্থীর ধুন্ধুমার! প্রচারে বিরোধী প্রার্থীর স্ত্রীকে হেনস্থা, তোলপাড়
এরপর আহত ছাত্রর অভিভাবকদের জানানোর পর চিকিৎসার জন্য ওই ছাত্রকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুল কর্তৃপক্ষর অভিযোগ, ওই অভিযুক্ত শিক্ষক এর আগেও ছাত্র এমনকি সহকর্মীদের গায়েও হাত তুলেছেন। তাঁরাও চান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন: বন্দে ভারত ট্রেনের ভাড়ায় আঁতকে উঠছেন? দাম কমাচ্ছে রেল! স্বস্তি যাত্রীদের, জানুন
আহত ছাত্রর মা জানান, তাঁরা খুবই আতঙ্কিত। হয়তো আগামী দিনে অন্য কোনও ছাত্রর বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই প্রশাসনের উচিত ওই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার। যদিও এই বিষয় অভিযুক্ত শিক্ষকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাহী হালদার