WB Panchayat Elections 2023: দুই নির্দল প্রার্থীর ধুন্ধুমার! প্রচারে বিরোধী প্রার্থীর স্ত্রীকে হেনস্থা, তোলপাড়
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
West Bengal Panchayat Elections 2023: বুধবার রাতে নির্দল প্রার্থী মহম্মদ সাহিম খানের স্ত্রী মর্জিনা বিবি তাঁদের কর্মী সমর্থকদের নিয়ে গ্রামে ভোট প্রচার করছিলেন।
মালদহ: ভোট প্রচারকে কেন্দ্র করে দুই নির্দল প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ঘটনায় গুরুতর জখম হলেন এক নির্দল প্রার্থী-সহ তাঁর স্ত্রী। এছাড়াও তাঁদের দলের আরও এক কর্মী সমর্থক গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তাঁরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের শ্যামপুকুর এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ।
ইংরেজবাজার ব্লকের মিলকি পঞ্চায়েতের ২৩২ নম্বর আসনে দু’জন নির্দলের হয়ে নির্বাচনী লড়াই লড়ছেন। একজন নির্দল প্রার্থী হলেন মহম্মদ সাহিম খান ও অপরজন হলেন মইনূল ইসলাম। বুধবার রাতে নির্দল প্রার্থী মহম্মদ সাহিম খানের স্ত্রী মর্জিনা বিবি তাঁদের কর্মী সমর্থকদের নিয়ে গ্রামে ভোট প্রচার করছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় অপর নির্দল প্রার্থী মইনুল এবং তাঁর দলবল তাঁদের উপর হামলা করেন। নির্দল প্রার্থীর স্ত্রী মর্জিনা বিবিকে মারধর করা হয়। তার পাশাপাশি শেখ আব্দুল সালেক নামে এক কর্মীকে চাকু মেরে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নির্দল প্রার্থী মহম্মদ সাহিম খানকেও মারধর করা হয়। ঘটনায় আক্রান্ত তিনজনকেই রাতে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় বৃহস্পতিবার ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আক্রান্ত প্রার্থী মহম্মদ সাহিম খান বলেন, ‘‘আমার স্ত্রী-সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক আমার সমর্থনে ভোট প্রচার করছিল গ্রামে গ্রামে। সেই সময় আমার প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী হামলা চালায় দলবল নিয়ে। আমার স্ত্রী-সহ অন্যান্য কর্মী সমর্থককে প্রাণে মারার হুমকি দেয়। তাদেরকে মারধর হেনস্থা পর্যন্ত করা হয়েছে। ঘটনাস্থলে আমি ছুটে গেলে আমাকেও মারধর করে। এই বিষয়ে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ ঘটনার তদন্ত করছে।’’
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 3:41 PM IST