এই বিষয়ে সঞ্জনা নন্দীর বাবা জানান, " ছোট থেকে পড়ার অভ্যাস আছে এবং বই নিয়ে পড়তে খুব ভালবাসত। আমরাও খুশি যে ছোট বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল। পুরো বিষয়টি সম্পূর্ণ আমার স্ত্রী দেখতেন। আমাদের ইচ্ছা ছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলানোর। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম জমা দিয়েছিলাম গত বছর ২২ ডিসেম্বর।" আরও যদি ভাল জায়গা পাই তাহলে চেষ্টা করব বলে জানান।
advertisement
আরও পড়ুন : পচাই কোথায়? চোখের জলে তন্নতন্ন করে খোঁজ চলছে পোষ্যর, শহর জুড়ে পোস্টার
অন্যদিকে এ বিষয়ে সঞ্জনার মা জানান, " ছোট থেকেই আস্তে আস্তে পড়াশুনা ও এই সব বিষয়ে নিজে হাতে তৈরি করেছিলাম। যা কিছু করাতাম সব বাড়িতেই করাতাম, খুব একটা টাইম দিতাম না তার কারণ ছোট বয়সের জন্য। খেলার মাধ্যম দিয়ে আমার মেয়েকে পড়াশোনা করাতাম। যখন দু'বছর চার মাস বয়স তখন থেকেই পড়াশোনা করাতে শুরু করলাম।"