TRENDING:

Hooghly News: ‘‘আপনার খাওয়া হয়নি?’’ আগন্তুকদের ব্যাগ থেকে বেরিয়ে আসে খাবার ভরা টিফিন বক্স

Last Updated:

রোজ রাতের বেলা নিজেদের কাজ শেষ করে তারা বেরিয়ে পড়েন অসহায় মানুষগুলির খোঁজে। ঘন্টাখানেক ধরে গোটা আরামবাগে খোঁজাখুঁজি করে যাদেরকে তারা দেখতে পায় তাদের কাছে পৌঁছে যায় খাবার থলি হাতে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।। কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার এই লাইনটি যে কতটা তাৎপর্যপূর্ণ তা আমরা সকলেই জানি। আর আমরা এও বিশ্বাস করি ইহজগতে ক্ষুধার থেকে বড় ধর্ম ও অন্নর থেকে বড় ঈশ্বর বোধহয় কিছু নেই। একজন ক্ষুধার্ত মানুষের মুখে যদি কেউ অন্ন তুলে দেয় তাহলে সেই অন্নদাতা মানুষটি একজন ক্ষুধার্তের কাছে ভগবানের সমান।
advertisement

রূপোলী পর্দার ছায়া ছবির নায়কের মতো রাত নামলেই একদল ছেলে বেরিয়ে পড়ে রাস্তায়। তবে এদের হাতে বন্দুক দড়ির বদলে থাকে খাবার টিফিন কৌটো। বাসস্ট্যান্ড থেকে শুরু করে অন্ধকার গলির মোড় যেখানেই অসহায় ক্ষুধার্ত মানুষ দেখতে পায় তারা তাদের কাছে পৌঁছে যায় খাবারের কৌটো হতে।

আরও পড়ুন - Purba Bardhaman News: মুখ্যমন্ত্রীর উদ্বোধনই সার, এখনও বাড়ি বাড়ি জল পৌঁছল না

advertisement

মাস সাতেক আগে শেখ করিম আলী নামক আরামবাগের এক যুবক নিজের উপার্জনের কিছু টাকা বাঁচিয়ে শুরু করে সর্বহারা মানুষদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার কাজ। তার সেই কাজকে দেখে অনুপ্রাণিত হয়ে একে একে তার বন্ধুরাও যোগ দেয় তার সঙ্গে। করিম আলী এ বিষয়ে জানান, তিনি একজন পেশাদার ফুটবলার বিভিন্ন ক্লাবের টুর্নামেন্টে খেপ খেলতে গিয়ে যা আয় হয় তারই একটি অংশ তিনি ব্যয় করেন এই সর্বহারা মানুষগুলির জন্য। পরবর্তীতে তার বাকি বন্ধুরাও তার দিকে সাহায্যের হাত বাড়ায়।

advertisement

View More

আরও পড়ুন - Income Tax Return: কী কারণে আসতে পারে আয়করের নোটিশ, করদাতাদের কী কী তথ্য জানাতে হবে ITR ফর্মে

তাঁরা সবাই মিলে স্থির করে নিজেদের উপার্জনের থেকে তারা একটা অংশ এক জায়গায় একত্রিত করে সেই টাকা থেকে সর্বহারা মানুষদের জন্য অন্নের ব্যবস্থা করবে।

সেই মতেই রোজ রাতের বেলা নিজেদের কাজ শেষ করে তারা বেরিয়ে পড়েন অসহায় মানুষগুলির খোঁজে। ঘন্টাখানেক ধরে গোটা আরামবাগে খোঁজাখুঁজি করে যাদেরকে তারা দেখতে পায় তাদের কাছে পৌঁছে যায় খাবার থলি হাতে। এই মানুষগুলোর জন্যই আরামবাগে প্রতিদিন রাতে দু'মুঠো অন্ন মুখে তুলতে পারে জীবনের সবকিছু হারিয়ে যারা বসে রয়েছে পথের ধারে সেই মানুষগুলি। এক কথায় বলা যেতে পারে সর্বহারা মানুষদের মাসিহা হলেন করিম আলী, শেখ সুরোজ ও তাদের বন্ধুরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ‘‘আপনার খাওয়া হয়নি?’’ আগন্তুকদের ব্যাগ থেকে বেরিয়ে আসে খাবার ভরা টিফিন বক্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল