২০১৯ সালে স্কুলের শিক্ষকতায় যোগ দেন তিনি। দাদপুরের বাবনান হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে নিজের ঘরে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন শিক্ষকের পরিবারের সদস্যরা। ঘরে একটি বোর্ডে বাবা-মায়ের উদ্দেশ্যে দুঃখপ্রকাশ করে লেখা ছিল তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ জড়িত নয়। চুঁচুড়া থানার পুলিশ খবর পেয়ে মৃতেদহ উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। শিক্ষকের পরিবার ছেলের মৃত্যু নিয়ে কিছু বলতে চায়নি।
advertisement
আরও পড়ুন: 'যোগ্য নেতা এই সন্মান পেলেন', মমতার হাতে ডি লিট তুলে দিয়ে উচ্ছ্বসিত রাজ্যপাল
শিক্ষকের আত্মীয় মনোতোষ অধিকারী জানান, 'কেন করল কিছু বুঝতে পারা যায়নি। একটা সুইসাইড নোট পাওয়া গিয়েছে। কেন লিখল তা জানি না। বাবা মার একটা ছেলে। বাড়িতে কোনও ঝগড়া অশান্তি ছিল না। কোনও অবসাদও ছিল না। চাকরির ক্ষেত্রেও কোনও সমস্যা ছিল না। বৈধ চাকরি ছিল তার।'
আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা
স্থানীয় পঞ্চায়েত সদস্য বলরাম অধিকারী বলেন, 'খুবই মর্মান্তিক ঘটনা। খুব ভদ্র শান্ত ছেলে ছিল ভক্ত। বাবনান স্কুলে চাকরি করত। আমি সকালে খবর পেয়ে বাড়িতে যাই। বাবনান স্কুল সূত্রে জানা গিয়েছে, ২৮ নভেম্বর ২০১৯ সালে অঙ্কের শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন ভক্তদাস অধিকারী।নিয়মিত স্কুলে যেতেন। হুগলি ডিআই অফিসে তাঁর ডকুমেন্টস ভেরিফিকেশান ছিল।'
রাহী হালদার