সেই রকমই একটি নজর কাড়া থিমের প্যান্ডেল বানিয়েছেন হরিসভা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এই বছরে তাদের থিম আনন্দধারা। বলা চলে মণ্ডপ দেখলেই সেই আনন্দধারা ফুটে বেরোয়।
আরও পড়ুন - মাদক ব্যবসা নিয়ে কোন্দল! মদের আসরে মীমাংসার নামে যা হল মারকাটারি
হরিসভা সার্বজনীনের এটি জুবিলি বর্ষ। করোনার দু'বছর মহামারী কাটিয়ে মানুষের জীবন আবারও ফিরেছে স্বাভাবিক ছন্দে। বিগত দুই বছর মানুষের জীবন থেকে সমস্ত রং আনন্দ সবই ম্লান হয়ে গিয়েছিল। আবারো সেই আনন্দকে মানুষের মনে ফুটিয়ে তোলার যে প্রচেষ্টা তারই নাম দেওয়া হয়েছে আনন্দধারা। মণ্ডপটি দেখলেই বোঝা যাবে সেখানে যতরকম আনন্দের ভঙ্গি রয়েছে তা সবই প্রতিকি স্বরূপ বানানো রয়েছে। মন্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠ কাগজ কাপড় সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত মণ্ডপ তৈরি করেছেন ৫০ বছর পূর্তি উপলক্ষে হরিসভা সার্বজনীন।
advertisement
আরও পড়ুন - শিকলে ছেলেকে বেঁধে টাকা রোজগারে যেত বাবা-মা, অ্যাকাউন্টে টাকা এলেও ‘এই’ কারণে তুলতে পারা যাচ্ছে না
হরিসভা সার্বজনীন এর একজন পূজা উদ্যোক্তা জানান, হরিসভার জগদ্ধাত্রী মা মানুষের কাছে বিশেষ ভাবে জাগ্রত। এক পাশে হরিসভা ও অপর পাশে তাদের পূজা মন্ডপ দুইয়ে মিলে মানুষের মনে আস্থার একটি গভীর স্থান রয়েছে। তিনি আরো জানান খোলা মনে মায়ের কাছে যদি কোন প্রার্থনা করা হয় তাদের ঠাকুর এতটাই জাগ্রত সেই প্রার্থনা পূরণ হবে।
Rahi Haldar