চুঁচুড়ার অধিকাংশ জায়গাতেই জলাশয়গুলি খুব খারাপ অবস্থায় রয়েছে। কোথাও জলাশয় বুজে গেছে কোথাও বা রক্ষণাবেক্ষণ এর অভাবে তা পরিণত হয়েছে পানাপুকুরে। পুকুর অপরিষ্কার থাকার দরুন তাতে জন্ম নিচ্ছে ডেঙ্গু মশার লার্ভা। তাই যাতে শহরের জলাশয় গুলি পরিষ্কার থাকে এবং তা ব্যবহারযোগ্য হয়ে ওঠে তার জন্যেই এই অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।
advertisement
চুঁচুড়ার ওই অঞ্চলের এক স্থানীয় বাসিন্দা দেবাশীষ ঘোষ জানান, তাদের শহরে জলাশয়ের সংখ্যা এমনিতেই আঙ্গুলের গুনতিতে এসে ঠেকেছে। রথতলা রামকৃষ্ণ লেনের এই পুকুর অনেকদিন ধরেই পরিচর্যার অভাবে মোজে উঠেছে। চুঁচুড়ায় পুকুর ভরাট করে সেখানে অবৈধভাবে নির্মাণ কাজ হয়েছে এই রকম উদাহরণ অনেক রয়েছে। পুকুরগুলি বুজিয়ে দেওয়ার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যার ফলে আখেরে ক্ষতি হবে সমাজেরই। তাই রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন তারা পরিবেশকে।
আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে বিশাল প্যান্ডেল! কী চলছে সেখানে? বাড়ছে রহস্য
আরো এক স্থানীয় বাসিন্দা বলেন, জলাশয়কে রাখি পরিয়ে তারা বার্তা দিতে চান যে তারা সেটির পাশে রয়েছে পুনরুদ্ধারের বিষয়ে। বর্তমানে জলাশয়টির অবস্থা খুবই শোচনীয়। পুকুর ভরে উঠেছে কচুরিপানা ও জলজ আগাছা জঙ্গলে। যার ফলে সেখান থেকে ক্ষতিকারক কীটপতঙ্গ ও ডেঙ্গু মশার লার্ভা জন্ম নিচ্ছে। তার আবেদন জলাশয় টি পরিষ্কার করে পুনরায় তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসা হোক। তাতে পরিবেশ ও জনজীবন দুয়েরই মঙ্গল হবে।
রাহী হালদার