Birbhum News | Anubrata Mandal: অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে বিশাল প্যান্ডেল! কী চলছে সেখানে? বাড়ছে রহস্য

Last Updated:

Birbhum News | Anubrata Mandal:  সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল! এদিকে তাঁর বাড়িতে বিশাল প্যান্ডেল! কী চলছে সেখানে? দানা বাঁধছে নতুন রহস্য

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
#বীরভূম : বিভিন্ন মামলায় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অন্ততপক্ষে এক ডজনের বেশি বার সিবিআই তলব পেয়েছেন। এর মধ্যে দশ বার তাঁকে সিবিআই তলব এড়াতে দেখা গিয়েছে। তবে গত সপ্তাহ থেকেই তাঁকে নিয়ে চরম জল্পনা শুরু হয়। কারণ গত সপ্তাহেই বীরভূমে ইডি এবং সিবিআই যৌথভাবে হানা দেয় তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতা কেরিম খান এবং ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে। হানা দেওয়ার পরেই নতুন করে তাঁকে তলব করা হয়। অন্যান্য একাধিক বারের মত এবারেও তাঁকে পরপর দুটি সিবিআই তলব এড়াতে দেখা যায়। এরই মধ্যে বুধবার মধ্যরাতে সিবিআইয়ের বিশাল টিম এসে পৌঁছায় বোলপুরে। বোলপুরের রতন কুঠি গেস্ট হাউসে সিবিআই আধিকারিকরা ডেরা পাতার সঙ্গে সঙ্গেই জল্পনা তৈরি হয়েছিল তাঁর গ্রেফতারি নিয়ে। অবশেষে বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করে সিবিআই।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, যখন একাধিকবার সিবিআই তলব এড়াচ্ছেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা, যখন তাঁর গ্রেফতার হওয়া নিয়ে চারদিকে জল্পনা তৈরি হয়েছে সেই সময় হঠাৎ তাঁর বাড়ির ছাদে কেন প্যান্ডেল? অনুব্রত মণ্ডলের বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের নিচু পট্টির বাড়ির ছাদে এই প্যান্ডেল নিয়ে বিশেষ সূত্রে জানা যাচ্ছে, যজ্ঞ করার জন্যই নাকি এই প্যান্ডেল তৈরি করা হয়েছিল এবং সেই যজ্ঞের আয়োজন হওয়ার কথা ছিল আগামী ১৫ আগস্ট।
advertisement
advertisement
আসলে অনুব্রত মণ্ডলকে নিয়ে যখনই টানাপোড়েন হয়েছে তখনই তাঁকে যজ্ঞ করতে দেখা গিয়েছে। এছাড়াও তাঁকে যজ্ঞে সামিল হতে দেখা যায় ভোটের আগে। অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়ির ছাদে এই প্যান্ডেল দিন কয়েক ধরেই দেখা যাচ্ছিল। বিশেষ সূত্রে যজ্ঞের জন্য এই প্যান্ডেলের আয়োজন করা হচ্ছিল বলে জানা গেলেও অবশ্য সত্যিই এই প্যান্ডেল যজ্ঞের জন্য আয়োজন করা হয়েছিল নাকি অন্য কিছু তা অবশ্য স্পষ্ট নয়।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News | Anubrata Mandal: অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে বিশাল প্যান্ডেল! কী চলছে সেখানে? বাড়ছে রহস্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement