স্থানীয় সূত্রের খবর, সকালবেলা ধান কাটতে এসে চাষিরা দেখে লাইনের ধারে ও অচৈতন্য অবস্থায় এক ব্যক্তি পড়ে আছে যার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে,। জিরাট খামারগাছির মাঝখানে রেল লাইনের অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তি পড়ে ছিলেন। জানা গেছে ওই ব্যক্তির নাম পবিত্র ভট্টাচার্য ডাকনাম রাহুল। বাড়ি কেতুগ্রাম পূর্ব বর্ধমানের সাকাই গ্রামে। বাবার নাম বাসুদেব ভট্টাচার্য। পবিত্রর বয়স ২৯ বছর। খবর পৌঁছায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস এর কাছে। অরিজিৎ দাস ঘটনাস্থলে আসে এবং ট্রাক্টারে করে ওই ব্যক্তিকে জিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসা করে তাকে সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: এই কাজ না হলে, বিয়ে হবে না! বিয়ের পিঁড়িতে কনের অভিনব সিদ্ধান্ত! ভাইরাল
জানা গেছে আগের দিন হাওড়া কাটোয়া ৭:২৫ এর লোকাল ট্রেন থেকে পড়ে যায়। এবং সারারাত ধরে সেখানেই পড়েছিল। পরের দিন কালনা জিআরপি ঘটনাস্থলে আছে এবং অরিজিৎ দাসের সহযোগিতায় ওই ব্যক্তি চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই বিষয়ে অম্বিকা কালনার আরপিএফের আধিকারিক বাবুরাম চৌধুরী জানান, স্টেশন মাস্টার মারফত তারা খবর পান ঘটনার। ওই ব্যক্তি এমন একটি জায়গায় ছিল সেখান থেকে কোন যোগাযোগ না থাকায় তাকে নিয়ে আসার সমস্যার সম্মুখীন হতে হয়। পরবর্তীতে স্থানীয় কৃষকদের ট্রাক্টরের করে আহত ব্যক্তিকে নিয়ে আসা হয় হাসপাতালে।
রাহী হালদার