TRENDING:

Hooghly News: রাখে হরি মারে কে! চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন যুবক! সারারাত পড়ে থেকেও বাঁচল প্রাণ!

Last Updated:

Hooghly News: কপালে লেখা না থাকলে মৃত্যুও আসবে না! না হলে এমন ভয়াবহ ঘটনার পর যেভাবে প্রাণে বাঁচলেন যুবক, তা সত্যিই অবিশ্বাস্য! ভিডিওতে দেখুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: রেল লাইনের ধার থেকে অচৈতন্য অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে জিরাট ও খামারগাছি মধ্যিখানে রেল লাইনের ধারে। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে লাইনের পাশে ধান ক্ষেতের ধারে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলে এসে পৌঁছায় অম্বিকা কালনার আরপিএফ। আহত ওই যুবককে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বলাগার গ্রামীণ হাসপাতালে। আহত ব্যক্তির নাম পবিত্র ভট্টাচার্য।
advertisement

স্থানীয় সূত্রের খবর, সকালবেলা ধান কাটতে এসে চাষিরা দেখে লাইনের ধারে ও অচৈতন্য অবস্থায় এক ব্যক্তি পড়ে আছে যার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে,। জিরাট খামারগাছির মাঝখানে রেল লাইনের অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তি পড়ে ছিলেন। জানা গেছে ওই ব্যক্তির নাম পবিত্র ভট্টাচার্য ডাকনাম রাহুল। বাড়ি কেতুগ্রাম পূর্ব বর্ধমানের সাকাই গ্রামে। বাবার নাম বাসুদেব ভট্টাচার্য। পবিত্রর বয়স ২৯ বছর। খবর পৌঁছায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস এর কাছে। অরিজিৎ দাস ঘটনাস্থলে আসে এবং ট্রাক্টারে করে ওই ব্যক্তিকে জিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসা করে তাকে সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: এই কাজ না হলে, বিয়ে হবে না! বিয়ের পিঁড়িতে কনের অভিনব সিদ্ধান্ত! ভাইরাল

জানা গেছে আগের দিন হাওড়া কাটোয়া ৭:২৫ এর লোকাল ট্রেন থেকে পড়ে যায়। এবং সারারাত ধরে সেখানেই পড়েছিল। পরের দিন কালনা জিআরপি ঘটনাস্থলে আছে এবং অরিজিৎ দাসের সহযোগিতায় ওই ব্যক্তি চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই বিষয়ে অম্বিকা কালনার আরপিএফের আধিকারিক বাবুরাম চৌধুরী জানান, স্টেশন মাস্টার মারফত তারা খবর পান ঘটনার। ওই ব্যক্তি এমন একটি জায়গায় ছিল সেখান থেকে কোন যোগাযোগ না থাকায় তাকে নিয়ে আসার সমস্যার সম্মুখীন হতে হয়। পরবর্তীতে স্থানীয় কৃষকদের ট্রাক্টরের করে আহত ব্যক্তিকে নিয়ে আসা হয় হাসপাতালে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রাখে হরি মারে কে! চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন যুবক! সারারাত পড়ে থেকেও বাঁচল প্রাণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল