Purulia News | Viral : এই কাজ না হলে, বিয়ে হবে না! বিয়ের পিঁড়িতে কনের অভিনব সিদ্ধান্ত! ভাইরাল
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Purulia News | Viral : চমকে দিলেন পুরুলিয়ার মেয়ে! প্রশংসায় মঞ্চমুখ সকলে! বিয়ে করবেন তবে তার আগে করতে হবে এই কাজ! কানের কাজ জানলে অবাক হবেন
#পুরুলিয়া : প্রতিটি মানুষের জীবনেই বিবাহ একটি গুরুত্বপূর্ণ দিন। এই বিশেষ দিনে এক অভিনব উদ্যোগ নিল কোটশিলা থানার অন্তর্গত কুড়িয়াম গ্রামের এক নববধূ। তিনি দুঃস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করলেন বিয়ের পিঁড়ি থেকেই। সোমবার কুড়িয়া গ্রামের বাসিন্দা সুনীল মাহাতর মেয়ে রাধিকার মাহাতর বিয়ে হয় ঝালদার থানার অন্তর্গত নতুনডি গ্রামের বাসিন্দা মধুসূদন মাহাতর ছেলে বিপদত্তান মাহাতর সঙ্গে। কনের ইচ্ছা অনুযায়ী এলাকার ৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয় বিয়ের অনুষ্ঠান থেকে।
এ বিষয়ে কনে রাধিকা মাহাতো জানান, নিজের নতুন জীবন শুরুর দিনে তিনি দুঃস্থ ও অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করে তাদের আশীর্বাদ সঞ্চয় করতে চান। তাই তিনি এই উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে গ্রামেই বাসিন্দা বিজয় গোস্বামী জানান, এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। অসহায় মানুষেরা এর থেকে অনেক উপকৃত হবেন। আগামী দিনে আরও অনেক মানুষ এগিয়ে আসবে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য।
advertisement
advertisement
শীতের দিনে ঠাণ্ডার মধ্যে কোন রকমে দিন কাটান গরীব ও অসহায় মানুষেরা। তাই শীতের দিনে দুস্থ ও অসহায় মানুষদের বিয়ের দিনে শীতবস্ত্র বিতরণ করে মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি করল কনে রাধিকা মাহাতো বলে মনে করছে বুদ্ধিজীবীরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
First Published :
November 29, 2022 6:34 PM IST