স্থানীয় সূত্রে খবর, বাবলুর সঙ্গে মামনির বিয়ে হয় বছর ৭ আগে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বলাগর থানায় কর্মরত ছিলেন। তাদের একটি ছয় বছরের ছেলেও রয়েছে। স্থানীয়রা জানান বিয়ের পর থেকেই প্রতিনিয়ত অত্যাচার চলতো বাড়ির বউয়ের উপর। গতকাল রাতে স্বামী ডিউটি থেকে ফেরার পর অত্যাচার শুরু করে স্ত্রীর উপর। মৃতের পরিবার সূত্রে জানা যায় প্রথমে ঘরের ভিতরে স্ত্রী কে চড় মারে পেশায় বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ার বাবলু বিশ্বাস। স্ত্রী মারা গেছে এই ভেবে প্রমাণ লোপাটের চেষ্টায় বাড়ির উঠনে থাকা কুয়োর পারে গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাড়িতে আগুন জ্বলছে দেখে পাশের বাড়ির লোক ফোন করে মামনির বাপের বাড়িতে খবর দেয়।
advertisement
আরও পড়ুন: পাঁচিলে শুয়ে ১২ ফুটের অজগর! খাবার খেয়ে পোহাচ্ছে রোদ! আতঙ্কে মানুষ!
স্থানীয় এক বাসিন্দার সঞ্জয় বিশ্বাস জানান, বাবলুদের বাড়িতে গিয়ে তিনি দেখতে পান মৃত মামনি উঠনের কল পাড়ে পড়ে আছে। তার মাথা ও পা আগুনে পুড়ে গিয়েছে। ভয়াবহ সে দৃশ্য দেখে তৎক্ষণাৎ তিনি স্থানীয় বাসিন্দাদের ডাক দেন।পুলিশ সূত্রে খবর, মহিলার মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
রাহী হালদার