জানা গিয়েছে, এই বাড়িটির নির্মাণের জন্য আর্থিক সহতায় করছেন লন্ডন নিবাসী শিপ্রা চৌধুরী। তাই তার ছেলে প্রয়াত সন্দীপ চৌধুরী স্মৃতিতে বাড়িটি উৎসর্গ করা হয়েছে।
আরও পড়ুন: পুজোয় আলিপুরদুয়ার যাবেন? কোথায় ঘুরবেন, থাকবেন, গাইড বুক প্রকাশ করল জেলা প্রশাসন
বালক গদাধরকে দোকানে মিষ্টি খাওয়াতেন আবার কাঁধে তুলে নাচতেন। তারই জন্মভিটে কামারপুকুর মঠ ও মিশনের সংরক্ষিত হয়েছিল এতদিন ধরে। তাই গদাধরের একনিষ্ঠ ভক্তের প্রতি শ্রদ্ধা জানাতে এই ভবনটি তৈরি করা হয়।
advertisement
আরও পড়ুন: ধরা পড়ল লেপার্ড! অবশেষে স্বস্তি মিলল জটেশ্বরের বাসিন্দাদের
এই বিষয়ে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ লোকতরনন্দজি বলেন, “চিনু শাঁখারির বাড়িটির নতুন করে তৈরি করা হল। এই বাড়িটিতে এখন থেকে বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করবে এবং সার্বিক উন্নয়নের জন্য পোশাক, খাওয়া-দাওয়া-সহ সমস্ত জিনিস দেওয়া হবে।”
অন্যদিকে, লন্ডনবাসি শিপ্রা চৌধুরী বলেন, “এই ভবনটি স্কুল করার কথা শুনে ছেলের নামে আর্থিক সহযোগিতা করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।”
suvojit Ghosh