এই মুহূর্তে মন্দিরের কাজ প্রায় শেষের দিকে। তারা মায়ের মন্দির নির্মাণের বিপুল অর্থ আসছে, এই বিষয় নিয়ে উদ্যোক্তা এবং ভক্তরা বলেন, “গ্রামের বুকেই তারাপীঠের মন্দির আদলে মন্দির হচ্ছে। এই আনন্দে আমরা যেখানেই যাচ্ছি সেখান থেকেই অর্থ সাহায্য পাচ্ছি আর সেই টাকাতেই হচ্ছে মন্দির ও অন্যান্য নির্মাণের কাজ। আমরা চাই যারা অর্থাভাবে এবং পথের ক্লান্তি কথা ভেবে তারাপীঠে পৌঁছাতে পারছেন না তারা আগামী দিনে আমাদের এই তারা মায়ের মন্দিরে আসবেন।”
advertisement
আরও পড়ুন: এবার দুয়ারে হাজির পশু চিকিৎসক! পশুপালনে নতুন দিশা
আরও পড়ুন: পুজোর ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? সবুজে ঘেরা গ্রাম সঙ্গে শিল্পের মেলবন্ধন, ঘুরে আসুন খোয়াব গাঁ থেকে
কুমারগঞ্জ অঞ্চলে পানপাতা গ্রামে তারাপীঠ মন্দিরের আদলে মন্দির প্রতিষ্ঠাতা হবে, নিঃসন্দেহে তারামায়ের ভক্তদের মধ্যে একটা আবেগ তৈরি করবে এই মন্দির এবং আগামী দিনে আরামবাগ মহকুমার মানচিত্রে একটি দর্শনীয় স্থান হিসেবে নিজের জায়গা করে নেবে।
Suvojit Ghosh