TRENDING:

Hooghly News: তারাপীঠের আদলে মায়ের মন্দির এবার হুগলিতে! সঙ্গে থাকবে নানা চমক

Last Updated:

এবার গোঘাটে তৈরি হচ্ছে তারাপীঠের মন্দিরের আদলে মন্দির। বহু ক্ষেত্রেই বহু ভক্ত তারাপীঠে পৌঁছাতেও পারে না ইচ্ছে থাকলেও আর এই সমস্ত কথা ভেবেই হুগলির গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলে তারা মায়ের সেবক ও ভক্তরা ঠিক করেন কুমারগঞ্জের পানপাতায় তারা মায়ের মন্দিরের আদলে নির্মাণ করবেন একটি মন্দির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট: এবার গোঘাটে তৈরি হচ্ছে তারাপীঠের মন্দিরের আদলে মন্দির। বহু ক্ষেত্রেই বহু ভক্ত তারাপীঠে পৌঁছাতেও পারে না ইচ্ছে থাকলেও আর এই সমস্ত কথা ভেবেই হুগলির গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলে তারা মায়ের সেবক ও ভক্তরা ঠিক করেন কুমারগঞ্জের পানপাতায় তারা মায়ের মন্দিরের আদলে নির্মাণ করবেন একটি মন্দির।
advertisement

এই মুহূর্তে মন্দিরের কাজ প্রায় শেষের দিকে। তারা মায়ের মন্দির নির্মাণের বিপুল অর্থ আসছে, এই বিষয় নিয়ে উদ্যোক্তা এবং ভক্তরা বলেন, “গ্রামের বুকেই তারাপীঠের মন্দির আদলে মন্দির হচ্ছে। এই আনন্দে আমরা যেখানেই যাচ্ছি সেখান থেকেই অর্থ সাহায্য পাচ্ছি আর সেই টাকাতেই হচ্ছে মন্দির ও অন্যান্য নির্মাণের কাজ। আমরা চাই যারা অর্থাভাবে এবং পথের ক্লান্তি কথা ভেবে তারাপীঠে পৌঁছাতে পারছেন না তারা আগামী দিনে আমাদের এই তারা মায়ের মন্দিরে আসবেন।”

advertisement

আরও পড়ুন: এবার দুয়ারে হাজির পশু চিকিৎসক! পশুপালনে নতুন দিশা

আরও পড়ুন: পুজোর ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? সবুজে ঘেরা গ্রাম সঙ্গে শিল্পের মেলবন্ধন, ঘুরে আসুন খোয়াব গাঁ থেকে

View More

কুমারগঞ্জ অঞ্চলে পানপাতা গ্রামে তারাপীঠ মন্দিরের আদলে মন্দির প্রতিষ্ঠাতা হবে, নিঃসন্দেহে তারামায়ের ভক্তদের মধ্যে একটা আবেগ তৈরি করবে এই মন্দির এবং আগামী দিনে আরামবাগ মহকুমার মানচিত্রে একটি দর্শনীয় স্থান হিসেবে নিজের জায়গা করে নেবে।

advertisement

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: তারাপীঠের আদলে মায়ের মন্দির এবার হুগলিতে! সঙ্গে থাকবে নানা চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল