চুঁচুড়ায় প্রশাসনিক স্তরে কার্নিভালের আয়োজন হলেও, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার নিজে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, ১১ তারিখ বিকাল চারটে থেকে হুগলি চুঁচুড়া রবীন্দ্রভবনে আয়োজিত হয়েছিল পূজার পরের বিজয়ের সম্মেলনী, এদিন চুঁচুড়ায় কার্নিভালে অংশগ্রহণকারী বাইশটি পূজা কমিটিকেই বিধায়ক সম্মান প্রদান করেন যেমন তৃতীয় হয়েছে অন্য তম বারুয়ারী পঞ্চাননতলা তাদের হাতে প্রাইজ সার্টিফিকেট আর দশ হাজার টাকা তাদের হাতে তুলে দেন রাজ্যের পরিবহন মন্ত্রী নিজে।
advertisement
আরও পড়ুনঃ একদিনে ছটি বাড়িতে চুরি! চোরের উপদ্রবে আতঙ্কিত উত্তরপাড়া
তার মধ্যে থেকেই বেছে নিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় কে সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী করেন, এদিন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়িকা অসীমা পাত্র, জেলা সভাপতি অরিন্দম গুইন, এছাড়াও মঞ্চ কাঁপিয়ে গেলেন বিধায়িকা ও গায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অদিতি মুন্সি , এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা এবং তৃণমূলের নেতৃত্বরা।
Rahi Haldar